আমার বাসনা
আমার বাসনা


আমার বাসনা,
তিরঙ্গায় মোড়া দেহটাতে করি
প্রাণের সঞ্চার,
পরিবার ফিরে পাক আপনজন
দেশ ফিরে পাক বীর একজন।
আমার বাসনা,
প্রতিটি উৎসবের শুরুতে হোক
বৃক্ষ রোপণ,
পরিবেশ হোক সবুজ
চলে যাক দূষণ।
আমার বাসনা,
মন্ত্রীত্বের জন্যও ডিগ্রির হোক প্রয়োজন
শুধু গদি নয়, দেশ তার হাতে, আর জনগন।
আমার বাসনা,
ধর্ষনের সাজায় কোনো রেহাই নয়,
নাবালক হলেও যেনো এক সাজা পায়।
আমার বাসনা,
অনুষ্ঠানের উচ্ছিষ্ট খাবার যদি বাঁচে,
যেনো পৌঁছে যায় অভুক্ত মানুষগুলোর কাছে।