আমার অনেক কাজ আছে
আমার অনেক কাজ আছে


পুড়ে যাচ্ছে সব তো পুড়ে যাক , আমার কি ?
এতো আমার বানানো কোনো প্রাসাদ নয়
তালে যদি যায় ধ্বংস হয়ে , তাতে আমার কি ভয় ?
ভালো আছি আমি ডালে ভাতে , এতো সময় অপচয়
যা পুড়ছে তা তো জলার ছিল, এতে কি বিস্ময় ?
বিরক্ত করোনা আমায় এ সব নিয়ে মাঝে মাঝে
আমি ভাই মধ্যবিত্ত, আমার অনেক কাজ আছে।
কে থাকে দেশে তাতে আমার কি ?
আমি ভাই এক দেশে বেশ মজায় আছি
একতিরিশ তারিখে মাইনে পাই,
বৌকে নিয়ে একটু ভিক্টোরিয়া যাই
আমার এতেই চলে যায়, আর কি চাই ?
দেশ চলছে দেশের দায়ে , আমার কি এসে যায়
কর দিচ্ছে নিয়ম মতন, যেমন ভাবে করি আয়
কে থাকবে দেশে , আর কে যাবে, ইটা নিয়ম সাপেক্ষ্য
তা বোলো তো , আমার মতন মানুষ কেন মাথা ঘামায় ?
আরে আমি গোল গোল ভাতের দলায় বেশ আছি
দেশ কে বোলো , গেলে তাড়াতাড়ি গোল্লায় যায়
বিরক্ত করোনা আমায় এ সব নিয়ে মাঝে মাঝে
আমি ভাই করদাতা , আমার অনেক কাজ আছে।
আমার মন্ত্রী অশিখ্যিত , তাতে আর কি এসে গেলো ?
কাজ করছি, ঘুরছি ফিরছি, আমি তো আছি বেশ ভালো।
তোমরা নিয়ে লাল পতাকা, আমার সন্ধ্যে করো কালো
শুধু শুদু ব্যর্থ বিলাপ , আরে মাথায় একটু জল ঢালো।
এই সব ফিজুল কথা , আর আমার সামনে বলবে না
অহেতুক এক বিদ্রোহী রাগ , আর এখানে চলবে না
পাঁচ বছরে এক দিন, দিয়ে দেব ভোট করে ইন মিন
তোমরা লড়ে বলে দিয়ো , কে হবে কিং অরে কে হলো কুইন
রাজনীতির শুনে কথা মিষ্টি , আমার বাপু গা গোলায়
বিরক্ত করোনা আমায় এ সব নিয়ে মাঝে মাঝে
আমি ভাই মতদাতা , আমার অনেক কাজ আছে ।