STORYMIRROR

Md Tofael Hassan

Inspirational Others

4  

Md Tofael Hassan

Inspirational Others

আমাদের গ্রাম

আমাদের গ্রাম

1 min
472

মধুমতি নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম

ঝগড়া-ফ্যাসাদ ছিল তাদের নিত্য দিনের কাম।

মারামারি হুড়োহুড়ি করত তারা বাড়াবাড়ি,

এই সুযোগে ফায়দা লুটত পাশের গাঁয়ের মানুষগুলী।

এক দিনের এক ঝামেলাতে মানুষ গেল মরে

কে যে কোথায় কোনদিক যাবে পায় না চিন্তা করে!

মানুষগুলো ছন্নছাড়া, গ্রাম করে খাঁ খাঁ

লুটেরা সব লুটে নিয়ে করে দিল ফাঁকা

অনেকগুলো বছর পরে সবাই ফেরে গাঁয়

এসে দেখে গ্রামটা তাদের আগের মত নায়।

আশেপাশের গ্রামগুলো আলোয় ঝকমক করে

এটা দেখে মনে তাদের কষ্টের আগুন জ্বলে

ছোট ছোট ভুলের ফলে পিছিয়ে পড়ছে গাঁ

ভুল গুলো সব শুধরে নিয়ে সামনে ফেল পা

ঝগড়া-ফ্যাসাদ করব না কো চলো ধরি কান

মোদের গ্রাম যেন আদর্শ গ্রাম হয় এই হোক মোদের পণ।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational