আকাঙ্খা
আকাঙ্খা
তোমার ফোন এখন আর আমায় আন্দোলিত করে না।
আমার হৃদয়ের গ্রাফোসম্যানের মানচিত্রের
কোন এক প্রান্ত থেকে জানান দেয় না,
তোমার ভালোবাসার মানুষটি
তোমার দরজায় কড়া নাড়ে।
তোমায় আর ভালো না বাসলেও -
তোমার দেহের পরতে পরতে
বেড়ে ওঠা যৌনতার কামনা
আমায় বড় বেশি টানে।
তোমার দিকে তাকাতে ইচ্ছে হয় না আমার।
কিন্তু! তোমার উন্মুক্ত বক্ষের কচি ডালিমে
দুধে আলতার ছাপ
আমার নজর কাড়ে।
তোমার শাড়ির প্রাচীর ভেদ করে কাঞ্চনবনে যাওয়ার সাধ জাগে।
জানো! আজ আমি সুযোগ পেলেই
তোমার উরু নিতম্বের হিসেব মেলাই।
ঘামে ভেজা পেঁজা তুলোর মতো
তোমার নরম কোমল জংঘায়
আমার তেজোদীপ্ত পৌরুষ
জেগে আছে বোধ করি।
রাতের আঁধারে মাতা,
ক্লান্ত তুমি নগ্ন দেহে
আমার বাহুডোরে ঘুমে আচ্ছন্ন।
ভোর হতেই তোমার কচি ঠোঁটে
আলতো পরশে সল্লজ হাসি।
একি বাস্তবতা!
না শুধুই ঘুমের ঘোরে দেখা স্বপ্ন?

