আজ বরং থাক-ফিরে দেখা সংখ্যা
আজ বরং থাক-ফিরে দেখা সংখ্যা

1 min

1.1K
জরিমানা হওয়ার ভয়ে ঘর ছাড়ল তোতা পাখি,
বুলি শোনানোর পারিশ্রমিক করে নিয়েছে হজম;
তুলসী গাছের রাগের চোটে,কত্তাবাবুর গলায় কাশি,
মৌমাছিরা দুনম্বরী করছে নিজের মধু নিয়ে;
চললো অফিস কত্তাবাবু গলাভর্তি কাশি নিয়ে,
কর্ণকুহর সুখ পায়নি শখের তোতার পলায়নে;
সবকিছু যে ভালোই ছিল,বিঘ্ন হল কিসে,
এসব ভাবতে গিয়েই কত্তা কিযে দিলেন পিষে,
ও মা, নিজের গলাই জুতোর তলায়, কাকে দিবেন দোষ,
থামলো কাশি, গেল গলা এটাই আফশোস।।