আজ বরং থাক-৫ম ক্ষণ
আজ বরং থাক-৫ম ক্ষণ

1 min

9.3K
কিনারায় এসে তরী ডুবে যায়,
এসব কান্ড কতোই তো হয়,
মরার আগে বাঁচতে চাওয়ার
সুযোগ হারানোই আসল ভয়,
তবুও ছোট পায়রা জলের খোঁজে
ট্যাপ কলেতেই ছোটে,
লঙ্কাতে সব রাজাই রাবণ,
হদিশ মেলে ভোটে।