Krishna Basu

Classics Inspirational

3  

Krishna Basu

Classics Inspirational

স্বপ্ন পূরণ

স্বপ্ন পূরণ

1 min
277চিরকুমার প্রলয় সেন রোজই ২১:০৭ এর ট্রেনে বাড়ি ফেরেন। প্রাকৃতিক পরিস্থিতি যা'ইহোক, মঙ্গল রিক্সা নিয়ে অপেক্ষা করে। কিন্তু ট্রেন তো চলে গেল। প্রলয় মাস্টার কোথায়?


মঙ্গলের কেন জানি চিন্তা হয়। পরের ট্রেনটা দেখেই বাড়ি ফিরবে। হাতে একঘণ্টা সময়। মিনিট পাঁচেকের মধ্যেই স্টেশন শুনশান। মঙ্গল রিক্সার সীটের নীচে থেকে বইটা বের করে বসে পড়ে।


প্রলয় সেন দূর থেকে সবই দেখল। কিছুটা আঁচ করেই, তিনি অপেক্ষা করছিলেন। তাঁকে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখে, মঙ্গল থতমত খেয়ে বইটা সীটের নীচে চালান করে, উঠে দাঁড়িয়ে, "আসুন স্যার আসুন, আপনার জন্যই......"

কথাটা শেষ হয় না। মঙ্গল কানে একটা জব্বর মোচড় অনুভব করে!

-মঙ্গল একটু ঘাবড়ে যায়। স্যার আমি কি কোনো অন্যায় করলাম? রিক্সায় উঠতে উঠতে প্রলয় সেন বলেন অন্যায় তুই করিস নি, অন্যায় করছি আমি। 

এবার সত্যিই মঙ্গল ভয় পায়। কেনো, স্যার কি হয়েছে? ---আচ্ছা মঙ্গল আজ একটা সত্যি কথা বলবি আমায়? কি বলছেন স্যার? আপনি আমার ভগবান।  রিক্সাটা আপনি না কিনে দিলে দুমুঠো খাবার জুটতো না আমার। দুর্ পাগল---

দুর থেকে দেখছিলাম তুই একটা বই পড়ছিলো। 

কি পড়ছিলি? 

বলিস নিতো তুই লেখাপড়া জানিস। 

স্যার, একটা অন্যায় করেছি। 

কি অন্যায়? আজ আপনি রবীন্দ্র রচনাবলীটা রিক্সা থেকে নামবার সময় নিতে ভুলে  গিয়েছিলেন। হতচকিত প্রলয় মাস্টার -----

আরো পড়তে চাস মঙ্গল? 

আমি তোকে পড়াবো। 

তবে কি আজ মঙ্গলের স্বপ্ন পূরণ হলো?? ।


Rate this content
Log in

Similar bengali story from Classics