প্রতিশ্রুতি
প্রতিশ্রুতি


হিংস্র হায়নার মতো তোমাকে খুঁজছি এই শহরের আনাচে- কানাচে।
আমার কান্নার শব্দে আজ জমেছে মেঘ, ঝাঁপিয়ে আসবে বৃষ্টি যেকোনো মুহূর্তেই।
জাপানী নিনজা তরবারি আমার হাতে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি আমি, পায়ে খেয়েছি তোমার সাপেদের কাঁমড়। রক্তাক্ত মন আর ঘন কালো চোখ দুটো খুঁজে ফেরে তোমাকে রক music র কনসার্ট থেকে পাঁচ তারা হোটেলের রুমগুলোয় - কোনোটাই বাদ দিইনি এখনো; দেখতে পেলেই এফোঁড় ওফোঁড় করে দেবো, তোমার গলাটা কাটবো খুব যত্ন করে। ফিনকি দিয়ে যে রক্ত বইবে, তা দিয়ে মেটাবো যন্ত্রনা আমার, তেষ্টা আমার; যা একদিন তোমার যৌনকামে মেটাতে চেয়েছিলাম আজ তা মিটবে তোমার রক্তে।
অনেকটা পথ দৌড়ে আসার পর একটা বিল্ডিং এ ধাক্কা খেলাম, লিফটের বোতাম টিপলাম; বিপ বিপ আওয়াজ ভেসে এল ওপর থেকে কিন্তু লিফটটা নিচে এলোনা, ধুর বাল। সিঁড়ি দিয়ে উঠে এলাম, সেকেন্ড ফ্লোরের কাছে এসে থমকে দাঁড়ালাম। একি দেখছি আমি! একটা মেয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরে ফটাফট ছেলেটার শার্টের বোতাম গুলো খুলছে আর তার নগ্ন বুকে নিজের মুখ রেখে ফিসফিস করে বলছে, "কোনোদিন ছেড়ে যাবে নাতো?"