প্রস্তাব
প্রস্তাব


সংযুক্তা-Skype এ connect করছি ..
পৃথ্বীশ - ফোনে কথা বলতো... আজ ভিডিও কল নয়...
-ওমা কেন? অন্যদিন তো পাগলা হয়ে যাস ভিডিও কল এর জন্য!...আজ কী হলো হঠাৎ?
-না বলছি তো...actually তু্ই আমার new hairstyle and moustache টা দেখলে হেহে করে হেসে উঠবি ওই জন্য
-ন্যাকা(হেসে)...এ আর নতুন কী এমনিতেও তোকে দেখলেই আমার হাসি পায়...কার্টুনটা
-যা তাহলে ফোন রাখ তো ফোন রাখ...
-বাবাহ রাগ দেখো না ছেলের...কে বলেছিলো শুনি ওই hairstyle আর এমন গোঁফ রাখতে যা দেখে লোকজন হাসবে... নতুন বান্ধবী নাকি?
-সে কথা জেনে তোর লাভ কী...থাক না তু্ই ওই মিসিসিপি র পাড়ে গোড়া সাহেবকে নিয়ে... গঙ্গা পাড়ের লোকের কথা জেনে তোর লাভ আছে কী!
-যাহ এর মধ্যে David আবার কোথেকে এলো?
-নতুন করে আসার আবার কী আছে সে তো সর্বত্রই আছে তোর সাথে
-হিংসে হয় কেন বলতো তোর এত!...ও how is প্রজ্ঞা?
-কোন প্রজ্ঞা?
-মানে!... তোর present প্রেমিকা আবার কে... বললি তো সেদিন ঘটা করে খুব..."I am busy with my crush"
-আমার কোনো প্রেমিকা নেই যাকে চেয়েছিলাম সে তো ভিনদেশি তারা হয়ে বসে আছে
-এখন দিনের কত নম্বর সিগারেটটা চলছে তোর?অবশ্য জিগেসই বা করছি কেন সত্যিটাতো বলবি না...আর শতবার মানা করলেও শুনবি না
-ভালো লাগছে না ন্যাকামিটা বন্ধ কর তো...midnight এ concern show করতে এসেছে
-New Orleans এ almost দুপুর for your kind information
-হ্যা তো কী হয়েছে আমার এখানে তো মধ্যরাত
-প্রজ্ঞার কেসটা কী হলো?...তুই তো দেখছি শার্ট বদলানোর মতো প্রেমিকা পাল্টাচ্ছিস আজকাল
-একদম এভাবে কথা বলবি না...আর কতবার বলেছি এরা কেউ আমার প্রেমিকা নয়
-Why so serious?
-সিনেমার dialogue ঝাড়বি না একদম...why don't you understand!...actually you don't ever try to...বোঝেও বুঝিস না
-আমি তোকে একটু বেশিই বুঝি ওই জন্যই আজ তু্ই এই কথাটা বলতে পারলি যে I dont even try to...
- তোর তো ওখানে এক বছর হয়ে গেলো...vacation এ আসবিও না!
-Course is for two years জানিস তো... তারপর...
-বাকিটা আমি বলি... M. tech এর পর ওখানে ই everything and একদিন হঠাৎ খবর পাবো...you are settling down with David there...
-For God's sake David is my friend... just a good friend
-আর আমি?
-আমি জানিনা
-তোকে আর জানতেও হবেনা তু্ই থাক ওখানেই সাত সমুদ্র পাড়ে
-কাল তোর কখন অফিস I mean client meet কখন ?... বলছিলি তো গতকাল
-ওটা কাল নেই... postponed to friday...কাল আমি বাড়ি বসে কাজ করবো
-যাক ভালো তাহলে
-ভালো খারাপের আবার কী আছে এতে?
-না মানে...
-রাখছি bye আমার ঘুম পেয়েছে
-আরে নানা wait wait...
-কেন আবার কী হলো!.. কী বলবি বল তাড়াতাড়ি
-Ola টা তো এখুনি ছেড়ে দিলাম পেমেন্ট করে...আবার বালিগঞ্জ সার্কুলার রোড এই ঠাকুরপুকুর থেকে... অনেকটা পথ যাবো কিকরে এই মাঝরাতে...
-ফালতু joke করিস না তো...আঁতেলটা
-সাথে তো luggage ও আছে... I'm serious! ... তু্ই ব্যালকনি দিয়ে নিচের দিকে তাকা একবার
-Coming coming in fast and fury
-Senior Associate!...তাও এখনো immature ই থেকে গেলি এখনো কিসব 'fast and fury'
-হঠাৎ করে এভাবে আসার কারণ কী...কাকু কাকিমা জানেন?
-হ্যা everybody knows from your parents to mine
-ষড়যন্ত্র...বুঝতেই পারছি (sarcastically)
-ওই যে জিজ্ঞেস করলি তো একটু আগে ' আমি তোর কে?'...
সেটাই তো বলতে এলাম...একী hairstyle তোর... horrible!!
-Drama queen!...
(সিঁড়ির landing এ হঠাৎ করে she bent on her knees with a wrapped wine bottle on her hand)
-Will you tolerate me forever Mr.Prithwish Mukherjee?...
-আগে wine এর bottle টা তো নিয়ে নি তারপর ভেবে দেখবো... accept যদি করি acceptance letter টা বালিগঞ্জের বাড়িতে না হয় পাঠিয়ে দেবো(হাসি)
-আমার হাতে মার খাসনি অনেকদিন তু্ই জানিস তো...
-মারবি নাকি... ওরেবাবারে বড্ডো ভয় পেলাম!
-তু্ই তো alltime ভীতু নয়তো গত পাঁচ বছরেও একবার বলতে পারলি না ভালোবাসিস আমায়...সবকিছু খালি দেবদাস stlyle!...আমাকেই অবশেষে কাজ সম্পন্ন করতে হলো (হেসে )
-Now relish the red wine only Ms. Sangjukta Ray!
-As you wish Monsieur... Cheers!
(And their conversation continued...)