Sreyashee Roy

Drama Tragedy

2.5  

Sreyashee Roy

Drama Tragedy

কথোপকথন

কথোপকথন

3 mins
19.2K


(গঙ্গার পারে)

-শুভ চৌত্রিশতম জন্মদিন Dr.Animesh Datta

-এখনো মনে আছে তাহলে

-সবটুকু

-হঠাৎ এই জাহ্নবী তীরে (sarcastically)কেন famous novelist Ms. Janhobi Ray

-ধরে নিন যে কারণে আগে আসতাম

-এইসব 'আপনি আজ্ঞে 'টা ছাড় এবার...বড্ডো পর পর শোনাচ্ছে

-"আপনি "টা ই ঠিক আছে নতুন করে আর জড়াতে চাইনা

-হুম...অভিমান...(সিগেরেটটা ধারালো)

-এখনো এই সিগারেট কেস টা ই ব্যবহার করিস! সেই প্রথম anniversary তে গিফট করেছিলাম তোকে...

-ছাড়তে পারবো না কখনো

-কেন আগলে রেখেছিস ঝেড়ে ফেল না আমায় সম্পূর্ণ ভাবে...ভুলে যা না

-(হাসি )গত চব্বিশটা বছর ভুলে যাবো কিকরে...

-মোহনা তো ভালো আমার মতো নয়...কলেজ লাইফ থেকে ই তো তোদের বন্ধুত্ব ছিল

-ক্লাস ফাইভ এ যেদিন ম্যাডাম আমাকে তোকে আর অর্ঘ কে বাংলা রচনা হোমেওয়ার্কে না লিখে নিয়ে আসার জন্য ক্লাস থেকে বার করে দিয়েছিলেন মনে পরে সেই দিনটা?

-হুম

-মোহনা তো 'তু্ই '...live in relationship এ গিয়েছিলাম গত বছর...ছ মাস ও persist করেনি

-হুম...why can't you move on man!

-দোষটা আমার ই ছিল আমি মোহনার মধ্যে তোকে খুঁজে বেরিয়েছি every moments... I can't love anyone else... I just can't.

-Forget me Ani... just do it...now end this forever...চার বছর তো হয়ে গেছে ডিভোর্স এর

-Why haven't you moved on then!

-আমার move on করতে পারা না পারার সাথে তোর আর কিছু এসে যায় না ... try to understand that

-নতুন করে কী সবকিছু একবার শুরু করা যায়না?

-চোখ দুটো তো লালচে হয়ে এসেছে... ক পেগ ডাউন শুনি

-আমাদের ফ্লাট এ চল না একবার ...একসাথে সাজিয়েছিলাম যাকে

-সেখানে ফিরে যাওয়ার জন্য আসিনি...ভুলিয়ে দেওয়ার জন্য এসেছি

-একবার চল সবটুকু যেমন তু্ই রেখে গিয়েছিলি সেরম ই আছে

-এখনো !

-ড্রয়িং রুমের ওয়ালে তোর আঁকা কৃষ্ণার্জুনের ছবিটা,এককোনে রাখা তোর প্রাণের ওয়ালনাট রঙের পিয়ানোটা আর তার পাশের ফ্লাওয়ার ভাসে আমি এখনো তোর পছন্দের রজনীগন্ধা রাখি... and every moments we framed together since school life...সবকিছু তোর আছে আর থাকবেও...

-চাইনা এসব কিছু... কেন সেদিন এক্সিডেন্ট স্পট থেকে আমায় বাঁচালি... কেন মেরে ফেললি না আমায় সেদিন...

-সবটা তো আমার জন্য হয়েছিল আমি সেদিন কলেজ রিইউনিয়ন থেকে ড্রাঙ্ক না হয়ে এলে... ছাড় সেসব কথা...

-I am the murderer of your child...সেদিন আমি মরে গেলেই best it would have been...

-পাগলামি করছিস কেন... ভুলে যা না সব may be he or she was not destined to be ours...একবার চল না...

-That's why I am saying wipe out your every moments spent with me...এটা নিয়ে তিন নম্বর সিগার চলছে... এখুনি ফেল ওটা

-আগে বল যাবি আমার সাথে এখুনি...(আগের থেকে অনেকটা কাছে এসে )

-না... don't argue and maintain the distance.

-(জোর করে ) You have to go...you are mine...only mine.

-Stop being rude ছেলেমানুষি করিস না...আমি কিন্তু...

-কী... its 2:45 of midnight কেউ নেই except us...আর তু্ই লোক ডাকবিও না সেটা আমি জানি

-গাড়িতে ওঠ...you are drunk!... I don't know driving জানিস তো!

-Don't panic...আর মরলে না হয় একসাথেই মরবো...but bliss will be there at least in such death otherwise life is hell without you Madame

-নভেলিস্ট আমি তু্ই নোস... মধ্যরাতে কাব্য জেগেছে (হেসে)...concentrate on driving

ডাক্তারবাবু

-আমার জেদটাই থাকলো তো অবশেষে...

-হুম

(At the Apartment)

-See everything is yours...

-আমাকে এবার যেতে হবে... টাইমটা দেখ

-তু্ই এরম হয়ে গেছিস কেন বলতো... you always said "Love me and make me love every moment as if it is the last moment of life"

-সময়...

-The ushering dawn will be a new one... I promise.

-No... don't say this... start a new life just... without me

-আচ্ছা ওই নোটটা বাজা না... "Ek Pyar Ka Nagma"...

(ঘড়ির ঢং ঢং শব্দে ঘুম ভাঙলো অনিমেষ এর... নটা বাজে তখন ...ব্যালকনিতে ফোঁটা লাল গোলাপগুলোর সৌন্দর্যটা অন্যরকমের লাগলো হঠাৎ)

-Jan... see your presence makes the red roses to glow with finest beauty... by the way আমি গতকাল সফাতে ঘুমিয়ে পড়েছিলাম (একটু হেসে)...ধুর আয়ে না কিচেন থেকে...

(TV টা অন করলো for morning news)

(Breaking news) The country mourns over the tragic demise of Ms. Janhobi Ray, the eminent novelist, the pride of nation...she died in a plane crash at approximately 2:00am IST while returning from Boston to Kolkata

... অনির কানে ভেসে এলো লতাজির কণ্ঠে Shor সিনেমার গান...

"...Kuchh pa kr khona hya...Kuchh kho kr pana hya... jivan ka matlab toh ana aur jana hya... "


Rate this content
Log in

Similar bengali story from Drama