Sreyashee Roy

Drama

3  

Sreyashee Roy

Drama

মন্দবাসা

মন্দবাসা

5 mins
11.1K


কৃষ্ণেন্দু-ঘরটা আমিই সাজাতে দেইনি...Better you see the way as it is actually

উজ্জয়িনী-No no I'm completely okay with that...

-দেখুন সম্পর্কের শুরুটা এভাবে হোক আমি কোনোদিনই ভাবিনি বা চাইনি...

-যেমনটা ভাববেন বা চাইবেন ঠিক সেটাই পাবেন তা তো সম্ভব নয় সবসময়ে...কিছু চাওয়া then সেটাই পাওয়া সে হিসাবটা আমার জীবনের সাথে atleast অপ্রাসঙ্গিক...

-আমি ভেবেছিলাম আপনি হয়তো সম্পর্কটা গড়তে চাননা সেদিন যখন বলেছিলেন contact রাখা বা দেখা করাটা এখন আপনার পক্ষে সম্ভব নয়...তবুও "Why did you agree to marry me?"

-আপনি তো কখনো 'না' করেননি and Indian Society is still patriarchal... Hope you know and understand it well...and now the one and only truth is I am your wife...

-Don't mind...both of us will face a lot of problems to adjust...But always try to be comfortable...I'm there for you.

-Comfort discomfort এর ব্যাপারটা relative...আর "I'm there for you"-ওই পোষাকি কথাবার্তাগুলো বলবেন না please আমার সামনে...মেয়েদের সহ্য করতে জানতে হয়...আমাদের so called সভ্য সমাজ তো তাই বলে!

-Well...আপনার other two musketeers প্রমিতা আর দীপ্তর সাথে আমার কথা হয় since last 3 months...আচ্ছা আপনি তো লেখেন;বেশ নামও আছে আপনার!

-হ্যা কেন বলুন তো...আপনার কী তাতে কোনো অসুবিধা আছে... দেখুন থাকলেও আমার কিছু করার নেই...আমি সবকিছু ছাড়তে পারি কিন্তু ওটা ছাড়ানোর জন্য you have to murder me...

-আর এও জানি আপনার লেখার কথা আপনার বাড়ির কেউই জানেনা...ছদ্দনামটা "শ্রাবস্তী"...

-জেনে যখন গেছেনই আপনি বলে দিতে পারেন বাড়িতে I have no problem with that...বাধ্য মেয়ে হয়ে বাড়ির আর পাঁচজনের মতো B.Tech পড়েছি then চাকরি and even got married as they wished me to do...কিন্তু আমার বেঁচে থাকার জন্য ওটুকুর প্রয়োজন amar মনে হয়েছে...বাড়ির কেউ কোনোদিন সেটা বুঝবে না rather they don't want to understand...আপনি বাড়ির সেই আর পাঁচজনের মধ্যে অনায়াসেই থাকতে পারেন আমার তাতে কোনো problem নেই...

-"নীরার কথা"র শুভেন্দুর সাথে আমি নিজের অদ্ভুত মিল খুঁজে পেয়েছি জানেন!...আর আমি তো আপনার কাছ থেকে এত explanation চাইনি আপনার life এর...একজন অজানা মানুষকে এত কিছু বলার দরকার পড়ে না...

-আপনি পড়েছেন!...আপনি পড়েন আমার লেখা?...আপনি ভালোবাসেন?

-বাবাহ এত প্রশ্ন একসাথে!...যাক finally you smiled...এতক্ষনে...

-I'm sorry...মানে...

-আচ্ছা যদি না পড়ে থাকি জানলাম কিকরে 'নীরা','শুভেন্দু' আর 'তোর্সা'কে!...আর ভালোবাসি কিনা তা ক্রমশ প্রকাশ্য (একটু হেসে)

-I never expected this from you;that you'll read all my trash with such interest...I mean this was really...

-কলকাতা বইমেলা 2016 e ওটা প্রকাশিত হয় আপনার প্রথম উপন্যাস "নীরার কথা"...এখনো পর্যন্ত 1500 copies বিক্রি হয়েছে আর আমি সেই 1500 এর মধ্যে একজন খদ্দের Madam...প্রতিবছর Little Magazine এ আপনার লেখা বেরোয় since 2014..."আনন্দমেলা"র সাথে যুক্ত আপনি as part time Content Writer

-আমার এবার মনে হচ্ছে Dr.Krishnendu Banerjee নয়;Mr.Byomkesh Bakshi is standing infront of me(sarcastically)...পুরো research করে ফেলেছেন on Ms.Ujjaini Roy;sorry on your wife...

-See...আগ্রহ থাকা না থাকার ব্যাপারটা অত্যন্ত relative just like comfort and discomfort as you said...and you are always "শ্রাবস্তী" first...

(উজ্জয়িনী কৃষ্ণেন্দুর দিকে একবার তাকিয়েই তখনি চোখটা সরিয়ে নিলো...বিস্ময় আর সংশয়ের সংঘাতে সবটা হঠাৎ কেরাম যেন অস্পষ্ট হয়ে যাচ্ছিলো উজ্জয়িনীর কাছে )

-এবাবা ওভাবে তাকানোর কিছু হয়নি...আমি বাঘ,ভল্লুক বা আপনার অফিসের boss কোনোটাই নই(হেসে )

(উজ্জয়িনী মুহূর্তটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চায়...She felt a bit uncomfortable and shifted to another topic...কৃষ্ণেন্দু যদিও পুরোটাই বুঝতে পেরেও কিছু বললো না)

উজ্জয়িনী-আপনার wine এর collection টা তো বেশ!

কৃষ্ণেন্দু- ওটা আপনার জন্য সবটাই and credit again goes to প্রমিতা and দীপ্ত...আমি generally beer আর whiskey তেই সন্তুষ্ট(হেসে)...you can try wait...

-নানা আজ নয় আজ থাক অন্য কোনোদিন...আর মার্লবোরো ও আছে দেখছি...ওটাও কী 'credit goes to Promi and Dip'(হেসে বললো)

-ইয়ে মানে...হ্যা...

-তা আপনার মনে ধরে কোন brand টা?...Nat Sherman আর Davidoff?

-Sherman টা পাওয়া যায়না তো সবসময়...By the way dustbin এ চোখ রাখা হয়ে গেছে!

(বুকশেলফ থেকে রবীন্দ্ররচনাবলীর নবম খণ্ডটা নিয়ে পাতা উল্টাতে উল্টাতে উজ্জয়িনী হঠাৎ অন্যমনস্ক হয়ে বলে উঠলো)

-ভালোবেসেছেন কোনোদিন কারোকে?

-গত আঠাশ বছরে আমার ভালোবাসার মানুষ বলতে ঠাম্মা আর দাদু;বাবা মাকে তো পাঁচ বছর বয়েসেই হারিয়েছি...

-Are you feeling suffocating here?...I mean if you don't wanna talk then it's okay...ব্যালকনিতে গিয়ে দাঁড়াতে পারেন...Better you take rest...

-See I wanna clear you one thing...আপনি কিভাবে নেবেন আমি জানিনা...But I really need to...

-No you can say...don't be so hyper...Calm down first

-দেখুন আমি আপনার স্ত্রী...and I'll try my best to persue all the responsibilities as your wife from my side...but don't expect love or any kind of intimacy from me...আমি শুধু Imtiaz কে ভালোবেসেছি since the past five years and আমি আর কারোকে ভালোবাসতে পারবো না কখনো... Never ever...

-Listen...

-I know এরপর আপনার পক্ষে এই সম্পর্ক টা continue করা সম্ভব নয়...Its pretty clear actually...আপনি যেদিন চাইবেন I'll sighn the divorce papers and I'll make sure that you won't face any problem rather I'm assuring that the whole process occurs without single glitch

-ভাঙার খেলাটা অনেক সহজ গড়ার থেকে আর আমি সহজ খেলায় বিস্বাসী নই...

-গত এক বছর ধরে খালি ছুটে চলেছি আমি কখনো Mumbai,Puna,Bengalore...এই কলকাতা থেকে...নিজের থেকে দূরে...পালাতে পালাতে আমি হাঁপিয়ে উঠেছি...আর কিছুটা জেদ থেকেই বাবার পছন্দে আপনাকে...I'm sorry...I'm crumbled;a broken one

-বন্ধু মানতে পারবেন আমাকে?

-I'm afraid of people leaving...I fear a lot...a lot...ভালোবাসার মানুষগুলো খালি ছেড়ে চলে যাওয়ার জন্যই আসে...I believe so...মা left with some other guy when I was only 14...Then Imtiaz left me with a just a letter that he can't accept me anymore;it's the end...and even Promi and Dip are settling in Mumbai...Everyone is fake...comes,deceives and leaves...

(জলের গ্লাস টা এগিয়ে দিয়ে কৃষ্ণেন্দু বললো)

-Have some water...এভাবে এক নিস্বাসে কিভাবে...!

-আমি জানি...It's really very awkward for you...But I needed to say this; that's my truth...

-আর আমার প্রশ্নের উত্তরটা?

-আমি জানিনা...

-ভালোবাসার অনেক গল্পই তো লেখেন একবার মন্দবাসার গল্প তৈরী করুন না...

-ঠিক কী বলতে চাইছেন বলুন তো!

-আপনি লেখিকা...You better understand a reader's mind...ও হ্যা আপনি খাটে শুয়ে পড়ুন...I will manage with the couch...

-না না তা কেন...better I use the couch after all it's your room...you needn't be chivalrous...

-Don't argue...আর ঘুমের ওষুধটা ডাস্টবিনে ফেলুন...এখন থেকে আর নেবেন না ওটা...

-Sorry...but I can't...আমার ওটা ছাড়া ঘুম আসে না

-I said you won't...আচ্ছা say is it prescribed any doctor?

-I know it's not...(ওষুধের Strap টা নিয়ে বিছানার পাশের lower tableটাতে রাখলো)...

(উজ্জয়িনী gave a glance to কৃষ্ণেন্দু)

-ওভাবে তাকানোর...Nothing is there...

(দুজনে শুয়ে পড়লো in their respective places...ঘড়িতে তখন প্রায় রাত তিনটে... ঘরটা অন্ধকার শুধু ব্যালকনির লাইটগুলোর আলো পড়ছে এসে এককোণে)

After almost half and hour

অন্ধকারে মোবাইলের flashlight টা on করে বিছানার পাশে রাখা ওষুধের পাতাটা থেকে ওষুধটা নিয়ে খেতে যাবে উজ্জয়িনী ওমনি

কৃষ্ণেন্দু-"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা...মুখ তার শ্রাবস্তীর কারুকার্য..."

উজ্জয়িনী-আপনি এখনো জেগে!

-Don't forget I am a doctor and I know patient's mind well...

-উফ্ফ...আপনি আমাকে একটু ঘুমোতে দেবেন না শান্তিতে না?...I hate you...you're irritating...

-আগেই তো বললাম মন্দবাসতে...Good night...

(জীবনের খাতায় কিছু সম্পর্কেরা এভাবেও গড়ে উঠতে চায় হয়তো...)


Rate this content
Log in

Similar bengali story from Drama