পরিপূরক
পরিপূরক

1 min

4.9K
ঠাম্মা কোথায়, মা?
ঠাকুরের কাছে, সোনা।
কখন গেল, মা?
তুমি যখন ঘুমোচ্ছিলে তখন।
কবে আসবে?
আর আসবে না।
কেন?
ঠাকুরের কাছে গেলে কেউ আর ফেরে না। সেখানে খুব মজা।
তুমিও চলে যাবে, মা?
হ্যাঁ সময় হলে যাব।
আমি তোমাকে হেল্প করব, মা। ওখানে তুমি খুব মজা করবে।
হেল্প! কিভাবে?
ঐ যে, তুমি যেভাবে ঠাম্মাকে হেল্প করলে! সিঁড়ি থেকে ধাক্কা মেরে। ঘুম ভেঙে দেখে আমার ভয় করছিল মা। এখন বুঝলাম ওভাবেই সবাই ঠাকুরের কাছে যায়।