প্রেম
প্রেম


মনে নেই শেষ বার কবে এসেছিলাম , কিন্তু আজ কতো দিন বাদে স্কুলের পাস দিয়ে যাওয়ার সময় আনমনে চোখ দুটো স্কুলের গেটের সামনে গিয়ে আটকে গেল। সামনের ফুল গাছ গুলোকে দেখে হঠাৎ স্কুলের দিনের একটা বিষয় মনে পরে গেল।
তখন আমি ক্লাস IX পড়ি, সময়টা বর্ষা কাল। একদিন বাংলার স্যার পড়ানোর শেষে সবাইকে বললেন, এই তোরা বলতো স্কুলের গেটের সামনে কোন ফুলের গাছ লাগানো যায় ।
তখন ছেলেরা বলল, স্যার পলাস গাছ। একটা ছেলে বলল স্যার আমরা কেউ পলাস ফুল দেখিনি, তাই পলাস গাছ।
তখন মেয়েরা বলল, না স্যার চাঁপা গাছ, চাঁপা ফুলের খুব সুন্দর গন্ধ।
স্যার বললেন, আচ্ছা ঠিক আছে তোরা যে দুটো গাছের নাম বলছিস সেই দুটো ফুল গাছের কথা বলছি হেডস্যার ।
ক্লাসের ছেলে মেয়ে রা ইচ্ছে করেই পলাস আর চাঁপা গাছের নামটা বলেছিল। আসলে সেই আমাদের ক্লাসে পলাস আর চাঁপার প্রেমের কথা সবার জানতো, ওদের কে রাগানোর জন্য সবাই নাম দুটো বলেছিল।
এত দিন পর গাছ দুটো কে দেখে পুরানো দিনের স্মৃতি ভেসে এল। গাছ দুটো কত বড়ো হয়েগেছে । পলাশ গাছের ডালপালা গুলো চাঁপা গাছ কে স্পর্শ করেছে। যেন একে অপরকে আলিঙ্গন করতে চাইছে।
ক্লাসের পলাস আর চাঁপার প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছে কিনা জানিনা, তবে পলাস আর চাঁপা ফুল গাছ দুটো যেন নিজেদের এবং সবাই কে প্রেমের বাঁধনে বেঁধে ফেলেছে।