STORYMIRROR

PIJUS SARKAR

Classics

4  

PIJUS SARKAR

Classics

নতুন অতিথি

নতুন অতিথি

1 min
237


 ব্রাইট বয়েজ হাইস্কুলের প্রধান প্রবেশদ্বারের ঠিক উপরে একটি নতুন ইলেকট্রনিক সাউন্ড সিস্টেম লাগানো হল। অতিথি-অভ্যাগতদের অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে সুকণ্ঠের অধিকারী চঞ্চল তরফদারের কণ্ঠে রেকর্ড করা ভয়েস মেসেজটি সেই দিনই চালানো হল __"ওয়েলকাম টু মেইন এণ্ট্রান্স অব আওয়ার ব্রাইট বয়েজ হাইস্কুল বিল্ডিং " তারপরই বাংলায়,"আমাদের ব্রাইট বয়েজ হাইস্কুলের প্রধান প্রবেশদ্বারে আপনাকে স্বাগত "।

  অনেকের সঙ্গে হাততালি দিয়ে হেডমাস্টার বিকাশ ঘোষ কথার ফানুস ওড়ালেন, " এটি আমাদের নবতম সংযোজন। চঞ্চলের কণ্ঠ অমরত্ব লাভ করল।" ঠিক তখনই বাংলার শিক্ষক চন্দ্রনাথ মুচকি হেসে বলল," তবে স্কুল ছুটির সময় এটিকে বন্ধ রাখতে হবে। নাহলে বিদায়কালে অভ্যর্থনা জানাবে।"

  সেদিন তখন বেলা তিনটে। প্রতিটি ক্লাসে পঠনপাঠন চলছে পুরোদমে। শিক্ষা দপ্তরের একজন বিশেষ আধিকারিক আসার কথা। তাই সাউন্ড সিস্টেম চালু করা হয়েছে। বৃষ্টি হচ্ছিল বেশ জোরে। ঠিক সেই সময় সাউন্ড সিস্টেমে বেজে উঠল চঞ্চল তরফদারের কণ্ঠস্বর --"ওয়েলকাম টু মেইন..." ।

বিকাশ ঘোষ তাঁর বেয়ারা সুনীলকে ইশারা করলেন অফিসারকে তাঁর ঘরে নিয়ে আসতে। সে একটু পরেই ফিরে এল হাসিমুখে। রাগতস্বরে বিকাশ বলে উঠলেন, "কি হল হাসছ কেন?"

ধমক খেয়ে সুনীল বলল, "আসলে কী হয়েছে জানেন, বৃষ্টিতে ভেজা একটা কুকুর তখন গেট পার হয়ে ঢুকে পড়েছিল। তাকেই ওয়েলকাম জানানো হয়েছে"।

            -------------



Rate this content
Log in

Similar bengali story from Classics