রহমতুল্লাহ লিখন

Tragedy

3  

রহমতুল্লাহ লিখন

Tragedy

মৃত্যুতেই যাঁর অমরত্ব লাভ

মৃত্যুতেই যাঁর অমরত্ব লাভ

1 min
11.5K


বলিভিয়ার ঘন জঙ্গল পারে নি সে দিন

তোমার হাড় মাংসের সাথে আত্মার দখল নিতে।

শাসকের রক্ত চুষে কেনা বুলেট পারে নি সে দিন

তোমার মজ্জাগত বিপ্লবের ধারার স্বাদ নিতে।

আবর্জনার স্তুপে বহু বছরের ময়লা পারে নি সে দিন

তোমার সামাজিক সাম্যের স্বপ্নকে আস্তরিত করতে।

সৈনিকের ধারল বেয়নেট পারে নি ছিন্ন করতে সে দিন

তোমার প্রিয় কিউবান সিগারের সমানাধিকরণ কেড়ে নিতে।

তুমি আছো অগোছালো সব কান্না জড়ানো বুকে,

তুমি আছো ন্যায়ের পক্ষে মৃত মায়ের শোকে,

তুমি আছো সন্ন্যাসী বিপ্লবীর তারা গোনার সুখে,

তুমি আছি দুনিয়া জোড়া প্রতিবাদীদের মুখে,

তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে,

লাল আগুনে সমান জমিনে সাম্যের গান মেখে।

গলা চিপে অধিকার মাড়িয়ে,

সমাজপতির দলে সমানে মাথা নাড়িয়ে।

অন্ন কেড়ে রাজপ্রাসাদের ঘন্টা বাজায় যে,

সে জেনে রাখুক আজও আগুন ঝরে

বিপ্লবীর বুকে ক্রধে তাপে স্ফুলিঙ্গ হয়ে

গেরিলা রাইফেলের বুলেট হয়ে বেরিয়ে আসে চে।


Rate this content
Log in

More bengali story from রহমতুল্লাহ লিখন

Similar bengali story from Tragedy