STORYMIRROR

Songgram Hossain

Classics

4  

Songgram Hossain

Classics

"কল্পলোকের নিঃসঙ্গ আমি"

"কল্পলোকের নিঃসঙ্গ আমি"

1 min
3

২৬/০৮/২০২৫

"কল্পলোকের নিঃসঙ্গ আমি"

আমার কল্পলোকে আমি সেরা,
স্বপ্ন আঁকি অচেনা ভেরা।
গল্পের রাজ্যে রঙিন সাজে,
তবু বাস্তব শূন্যতায় বাজে।

একাই হাসি, একাই কাঁদি,
ভিড়ের ভেতরও নিঃসঙ্গ আমি।
আনন্দে ডুবে থাকি কেবল,
হৃদয় ভাঙে নিঃশব্দ সবল।

রাত জাগা চাঁদ যেনো আমি,
অলক্ষ্যে ঢাকি বেদনার নামি।
আলোক ছড়ালেও গোপনে ভাঙি,
আত্মার ক্ষতচিহ্নে নিজেকে আঁকি।

তারার সমুদ্রে জ্বলতে চাই,
তবু মেঘেরা ঢাকে, কেহ না পাই।
নিঃশব্দ সুরে হৃদয় কাঁদে,
অশ্রুর স্রোতে গান জন্ম নেয় রাত্রি-বাঁধে।

ভিড়ের ভেতর পথ হারাই,
নিজেকেই খুঁজি গোপনে যাই।
অচেনা স্রোতে ভেসে যাই নীরব,
তবু অন্তর ডাকে— ফিরো হে অবিরত।

আত্মার আয়নায় দেখি যে আমি,
সেই আমিই ভাঙা, তবু স্বপ্নে ভ্রমি।
কল্পলোকের রাজ্যে আমি একা,
তবু নিঃসঙ্গতাই আমার সঙ্গী, অবিরাম দেখা।
\\ Λ_Λ
   \( 👀 )  
     👅ヽ
   /   へ\
   /  / \\
   レ ノ   ヽ_つ(Songgram)
  / / 
  / /|
 ( (ヽ
 | |、\
 | 丿 \ ⌒)
 | |  ) /
ノ ) Lノ
(_/( অপ্রেমিক)👈


Rate this content
Log in

Similar bengali story from Classics