স্ট্রং মেন্টালিটি👈
স্ট্রং মেন্টালিটি👈
২৫/০৮/২০২৫
স্ট্রং মেন্টালিটি👈
রাজা মরে গেলেও ভিক্ষা করে না কোনোদিন,
ঈগল ছোঁ মারে আকাশে, মরা মাংসে নেই তার বিন্দুমাত্র চিন।
এটাই আত্মসম্মান, এটাই ইগো নয়, শক্তির গান,
যেখানে সাহস আছে ভেতরে—সেখানে জয় অবিচল প্রাণ।
অযাচিত আগ্রহ ফেলে দাও, মেপে বলো কথা,
নীরবতার ভেতরেই আছে সম্মানের শক্তি যথা।
যদি কেউ বলে—তুমি বেশি বলো, তবে হাসি দাও নিঃশব্দে,
নিজেকে টেনে আনো ভেতরে, রেখো দূরত্ব মাপে।
অভিযোগ যতই করো, ফিরবে তোমার দিকেই,
তাই শব্দ নয়, শ্রবণ হোক অস্ত্র, শান্তির নিকেতেই।
যখন কথা বলার তৃষ্ণা ভাঙবে তোমার অন্তরে,
তখন দেখবে জীবন হালকা, মন ভাসবে মুক্ত নীড়ে।
যেখানে গুরুত্ব নেই—চুপি চুপি সরে আসো,
ঈগলের মতো ভেঙে দাও বাঁধন, মুক্তির পথ খুঁজে নাও।
মেকি সুতো ধরে থেকো না, ছিঁড়ে ফেলো সব,
তুমিই তোমার আলো, তুমিই তোমার শক্তির রব।
হার মানলেও আবার দাঁড়ানো—এটাই প্রকৃত জয়,
ভেতরে যে আগুন জ্বলে, তার নেই কোনো ক্ষয়।
স্ট্রং মেন্টালিটি মানে মাথা উঁচু করে বাঁচা,
নিজেকে সম্মান দাও—তবেই জগত তোমায় চিনবে ভালোবাসা।
\\ Λ_Λ
\( 👀 )
👅ヽ
/ へ\
/ / \\
レ ノ ヽ_つ(Songgram)
/ /
/ /|
( (ヽ
| |、\
| 丿 \ ⌒)
| | ) /
ノ ) Lノ
(_/( অপ্রেমিক)👈
