Purnangshu Das

Tragedy

1  

Purnangshu Das

Tragedy

খসড়া

খসড়া

1 min
844


ক্লান্তি গ্রাসে যে শহর থেকে পালিয়ে যাওয়া, চেনা রাস্তায় হারিয়ে যাওয়া - সেসব নিছকই কোনো সাইনবোর্ডের ইঙ্গিতে চিনে যাওয়া যায় না, ফেরত আসাও হয়না। ব্যস্ত শহর, অনেক মানুষ; এই ভিড়ে লুকিয়ে থাকা সকল স্মৃতি যখন ধাপ্পা দেয়, তনিমা, আমার মনে পরে যায় তোমার কথা, মনে হয় বেঁচে আছি; মনে হয় যত্নেই আছি! 

তনিমা, তুমি যেবার বলেছিলে, "আমাকে আমার ঘর খুঁজে এনে দে!" আমি সেবার মনে মনে পালিয়ে গিয়েছিলাম তোমার মনের বাড়ির পেছনের রাস্তা ধরে অনেকটা দূরে - যেখানে আমরা আর স্রেফ ভালো থাকার অভিনয় করি না, যেখানে আমরা নিছকই মনে করি না আমরা মুক্ত!


আমরা সেবার আমাদের অশান্তিতেই শান্ত!


Rate this content
Log in

More bengali story from Purnangshu Das

Similar bengali story from Tragedy