খসড়া
খসড়া
ক্লান্তি গ্রাসে যে শহর থেকে পালিয়ে যাওয়া, চেনা রাস্তায় হারিয়ে যাওয়া - সেসব নিছকই কোনো সাইনবোর্ডের ইঙ্গিতে চিনে যাওয়া যায় না, ফেরত আসাও হয়না। ব্যস্ত শহর, অনেক মানুষ; এই ভিড়ে লুকিয়ে থাকা সকল স্মৃতি যখন ধাপ্পা দেয়, তনিমা, আমার মনে পরে যায় তোমার কথা, মনে হয় বেঁচে আছি; মনে হয় যত্নেই আছি!
তনিমা, তুমি যেবার বলেছিলে, "আমাকে আমার ঘর খুঁজে এনে দে!" আমি সেবার মনে মনে পালিয়ে গিয়েছিলাম তোমার মনের বাড়ির পেছনের রাস্তা ধরে অনেকটা দূরে - যেখানে আমরা আর স্রেফ ভালো থাকার অভিনয় করি না, যেখানে আমরা নিছকই মনে করি না আমরা মুক্ত!
আমরা সেবার আমাদের অশান্তিতেই শান্ত!