STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

জন্মদিনের উপহার

জন্মদিনের উপহার

4 mins
178

এক একটা দিন থাকে মনটা একটা অজানা আতঙ্কে মনটা কু ডাকতে থাকে, ভীষণ একটা মানসিক চাপের সৃষ্টি হয়। অথচ কিছু দিন আগেও জীবনটা অনেক চাপমুক্ত দায়িত্বহীন জীবন ছিল। কলেজ জীবনটা যেন সারাটা দিন শুধু আনন্দ আর হৈ চৈ করে কেটে যেত। দীর্ঘ স্কুল জীবনের শাসনের আওতার থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভটা ছিল বহুদিনের প্রত্যাশা। দু চোখে প্রত্যাশা পূরণের আনন্দ নিয়ে নুতন জীবনে হারিয়ে যাবার মজাটাই আলাদা। 


এই আনন্দে ভরা জীবনে কখন যে ফাগুনের রং লাগতে শুরু করেছে, পিয়া নিজেও বুঝতে পারেনি।

এই কলেজেই আলাপ রাজীবের সাথে - প্রথমে সখ্যতা, তারপর ধীরে ধীরে সেটা যে অনুরাগে পরিণত হয়েছে তা দুজনেরই অজানা ছিল। তারপর একদিন হয়ে গেল দুজনের দুজনের হৃদয়কে জানা। কবির ভাষায় -

প্রহরশেষের আলোয় 

রাঙা সেদিন চৈত্রমাস– 

তোমার চোখে দেখেছিলাম

আমার সর্বনাশ।। 


হঠাৎ পুপুলের ডাকে পিয়া আবার বাস্তবে ফিরে আসে। আসলে আজ পুপুল তখনও ঘুমায় নি। পিয়া ওকে কোলে নিয়ে বেড রুমে হাঁটাহাঁটি করছিলো আর ঘুম পাড়ানি গান গাইছিলো। বাইরে মুসলধারায় বৃষ্টি হচ্ছে । রাস্তাঘাট জনমানব শূন্য। ঠিক তখনি দেওয়াল ঘড়িটা টা ঢং ঢং ১২ টা বাজার খবর জানিয়ে দিলো। ১২ টা বেজে গেল ?

পিয়ার নিজেকে ভীষণ অসহায় লাগছিল। ওর মাথায় আসছিল না কী করবে? কোথায় খবর নেবে? অনেকবার রাজীবের মোবাইল ফোনে ওকে ধরবার চেষ্টা করেছে - কিন্তু তাতে মেসেজ আসছে যে মোবাইল পরিষেবার সীমানার বাইরে আছে।

গেল কোথায়? তার উপর আজকের দিনের আবহাওয়াটাও মোটেই ভালো নেই। কলকাতায় এক টানা এই ধরনের বৃষ্টির জন্য আরেক অসুবিধা হল রাস্তায় জল জমে যায়। আর জল জমে গেলে যান বাহন চলাচলে নানা সমস্যার সৃষ্টি হয়। তখন একমাত্র বাসই ভরসা- কারণ ট্যাক্সি চালকরা এই বৃষ্টিতে গাড়ি খারাপ হবার ভয়ে গাড়ি তাড়াতাড়ি গ্যারেজ করে দেয়। বাস চললেও তার সংখ্যা হাতে গোনা থাকে। এহেন অবস্থায় পিয়া ভেবে পাচ্ছে না, সে কী করবে? কী ভাবে সে তার একমাত্র জীবনের ভালোবাসার এবং নির্ভরতার মানুষটিকে খুঁজে বার করবে? নানা রকমের চিন্তা তার মাথায় ভিড় করছে - যার কিছু ভালো, আবার কিছু খারাপ।

যত সময় যাচ্ছে তত যেন তার মাথা ফেটে যাচ্ছে দুশ্চিন্তায় আর মনের ভিতরে একটা খারাপ ও ভয়ের অনুভূতি তৈরী হচ্ছে। 


তার উপর পুপুল আজ কেন যেন ঘুমিয়ে পড়ছে না - অন্যান্য দিন এই সময়ে ঘুমিয়ে কাদা হয়ে যায়। আজ তার চোখে কোন ঘুমের চিহ্ন নেই। রাজীবের প্রতি পিয়ার প্রচন্ড রাগ হচ্ছে - কেন সে একটি বার ফোনে করে দেরীর কারণটা জানালো না? মিশ্র রাগ - দুঃখ - অভিমানে পিয়ার দু চোখ জলে ভরে যাচ্ছে। আবার কখন ভাবছে নিশ্চয়ই কোন কারণে তাকে ফোন করতে পারছে না, হয়তো মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে। 

এই সব ভাবতে ভাবতে অসহায় পিয়া দোতলার কাচের জানালা দিয়ে ,পিয়া বাড়ির সিংহ দুয়ারে বারবার দেখার চেষ্টা করছে

রাজীব আসছে কি না ? 

এ শ্রাবণের বারিধারা অনবরত , অবিশ্রান্ত,

এক অচেনা ভয়ে চিনচিন করে ওঠে পিয়ার বুক ,

রাজীবের মোবাইল ও সুইচ অফ্।

দুই কামরার ভাড়া বাড়িতে স্বপ্নের একটি ছোট্ট নীড় গড়ে তুলেছে , 

৭৭/১২৯ এর রাসবিহারী অ্যাভিনিউ - এ এই দুজনার " খেলাঘরে"।

কলেজ জীবনে প্রেম , বাড়ির অমতে বিয়ে , সুন্দরী পিউ কলেজের হার্ট থর্ব ছিলো , কিন্তু রজতের সরলতা , আর ভালোবাসার অদম্য টানে , অনেক সরকারী চাকুরী জীবি পাত্র পরিত্যাগ করে , নিজেকে রজতের পুরুষালি বাহু ডোরে চিরন্তন সঁপে দিয়েছিলো , হয়তো এটাই প্রেম !!

বছর দুই শেষ হতেই ছোট্ট পুপুল , দুজনের একাকীর সংসারে ,

একটি বেসরকারী কোম্পানিতে কাজের সাথে সাথে ক মাস যাবৎ একটা পার্ট টাইম কাজ করছিলো রাজীব ,

পুপুলের সেরেলাক , বেবী ফুড এসবের যে আকাশ ছোঁয়া দাম ,

সবই জানে , বোঝে পিয়া , কিন্তু .....নিজে যে কিছু করবে এমনটি বলার সাহস নেই পিয়ার ,রাজীবের আত্মসম্মানে না আঘাত লাগে এই ভেবে বারবার পিছু হটে যায় পিয়ার ..

এইভাবে স্মৃতি রোমন্থন করতে করতে দেখল - ঘড়িতে ১২ টা ৩৫ প্রায় , তখন হঠাৎ দরজায় এক সজোরে কে যেন আঘাত করলো , 


বৃষ্টির শব্দে গলার আওয়াজ ও খুব অস্পষ্ট 

পুপুলকে বুকে চেপে ধরে , 

অস্ফুট স্বরে পিয়া বললো কে ? কে ?

এই পাগলি , দরজা খোলো ?

হালকা রাজীবের গলা শুনেই দরজা খুলতেই ,

হ্যাপী বার্থডে সুইটহার্ট ..

সম্পূর্ণ ভেজা রাজীবের হাতে একটি ছোট্ট এক গুচ্ছ লাল গোলাপ

বৃষ্টিতে সব ফুলের দোকান বন্ধ ছিলো ,তাই বিরাটীর ফুলের বাজার থেকে তোমার জন্য এই গোলাপ আনতে গিয়েছিলাম ,

" তুমি কি সারাজীবন এমন পাগল টি থাকবে , এখন যে তুমি পুপুলের "বাবা"

পাগলী আজ আর কিছু বলো না তুমি , আজ আমার পিয়ার এর বার্থ ডে...........

কাছে এসো , লাল ক্রেয়নের আলোতে বৃষ্টি স্নাত রাজীব ভালোবাসাকে আর ও কাছে পেতে চায়, শারীরিক চাহিদা নয় বরং এক চিরন্তন ভালোবাসার তাগিদে , দুটি মন যখন সেই গোলাপ গুচ্ছের সুবাসে , এক ও অভিন্ন ............


Rate this content
Log in

Similar bengali story from Romance