গল্পবাজ
গল্পবাজ


স্কুলের মাঠে এক কোণে প্রতিদিনকার মত আমরা আজও বসে ছিলাম। সকলেই দীর্ঘ প্রতীক্ষায়। অংশুমান আসবে। আসলে দিনের শেষে আমরা আটজন গল্প করতে আসি বটে, কিন্তু আমাদের আসল প্রতীক্ষা থাকে অংশুমানের জন্য। অমন নিখাদ জমাটি গল্পের আবেদনই আলাদা। যদিও আমরা জানি তার প্রতি গল্পে অসত্যের পরিমাণ ছাপিয়ে যায় সত্যের পরিমাণকে। এই যেমন সেবার পাহাড়ে অ্যাডভেঞ্চার করে আসার গল্প বলেছিল। পরে জানা গেল সেই টিমে অংশুমান প্রাথমিকভাবে নাম লেখালেও পরে নাকি সরে এসেছিল। কিন্তু পাহাড়ের চূড়ায় উঠবার যে টানটান অভিজ্ঞতা আমাদের চোখ বড় বড় করে
বলেছিল, আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। কিংবা গঙ্গাসাগর মেলায় তার নিজের হারিয়ে যাওয়ার গল্প। পরে জানলাম সে কখনো যায়নি সে মেলায়। বাড়িতে সাপ পোষার গল্পেও সে রীতিমত চমক দিয়েছিল। এই সেই অংশুমান।
নাহ্ ! আজ আর আসবেনা অংশুমান। ঠিক ওঠার মুখে একটা ফোন এলো। আমাদের একজন কমন ফ্রেন্ড। সকলে থমথমে মুখ। সকলে প্রত্যেকটা শ্বাস গুনে গুনে নিচ্ছিল। সকলে সকলের দিকে তাকিয়ে। অংশুমান আর আসতে পারবেনা। রেললাইন পেরোতে যাওয়া একটা ছোট বাচ্চাকে বাঁচাতে গিয়ে অংশুমান ছিটকে গেছে বহু দূরে। অংশুমান গল্প হয়ে গেছে।