STORYMIRROR

সানজিদা আলম কথা

Tragedy Inspirational Others

3  

সানজিদা আলম কথা

Tragedy Inspirational Others

একজন অসহায় মেয়ে থেকে একজন সফল নারী হয়ে উঠার গল্প

একজন অসহায় মেয়ে থেকে একজন সফল নারী হয়ে উঠার গল্প

5 mins
5

গল্প :#কথা 

লেখক :#সানজিদা আলম কথা (ছদ্মনাম) 

#পর্ব ০১

কথা,,,এই কথা,,, এহনো উডস না কেন্?মাইয়া মাইনষের কিয়ের এত ঘুম। তাড়াতাড়ি উইট্টা কামগুলান কর গিয়া। বউ কি একলা একলা করব নাকি সব?যা গিয়া তার লগে কামে হাত লাগা।একটু পরেইতো আবার ড্যাং ড্যাং কইরা ইস্কুলে যাবিগা।আর ওগরেও বলি হারি,,মাইয়া মাইনষেরে এত পড়ালেহা করাইয়া লাভ কি?হেইহো সংসার করব পরের ঘরে গিয়া।হুদাহুদি ট্যাহা নষ্ট করা।(কথার দাদি সুফিয়া বেগম) 

আমি এক্ষুনি যাচ্ছি দাদি।আসলে রাতে ঘুমাতে দেরি হয়ে গেছিলো বলে,,,আমি এক্ষুনি যাচ্ছি। 

রান্নাঘরে,,,,আম্মু আমাকে দাও কি কি করতে হবে, আমি তোমার হাতে হাতে কাজ করে দিচ্ছি। কোনো কাজ করতে হবে না তর।আর তুই এত তাড়াতাড়ি উঠে পড়লি, রাতেওতো দেরিতে ঘুমালি।তর দাদি নিশ্চয়ই বকেছে আবার? তর কোনো কাজ করতে হবে না, তুই এখানে চুপচাপ বসে থাক।(কথার আম্মু আয়েশা বেগম) 

ওসব কিছুনা আম্মু। তুমি দাও কি করতে হবে।আমি একেতো মেয়ে তার উপর আবার নিয়ম ভেঙে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে চাই। তার কথা আমি ধরি না।

তর ভাইয়েরা কি করে? তারা কি উঠেছে? না উঠলে তাদের একটু ডেকে হাতমুখ ধুইয়ে স্কুলের জন্য তৈরি করে দে।

(কথার ছোট দুই ভাই আহনাফ এবং আহিয়ান। তারা কথার থেকে চার বছরের ছোট, তারা দুজন জমজ।)

আচ্ছা আম্মু। 

কথারা তিন ভাই বোন। কথা সবার বড়,তার পুরো নাম সানজিদা আলম কথা। তার ছোট দুই ভাই আহনাফ এবং আহিয়ান।কথার বাবা আফিফ আলম একজন স্বল্প আয়ের বেসরকারি কর্মকর্তা।আর কথার মা আয়েশা বেগম একজন গৃহিণী। কথার দাদি সুফিয়া বেগম। মা,বাবা, দুই ভাই আর দাদিকে নিয়েই কথার পরিবার। বাকিটা আস্তে আস্তে গল্পে জানবেন। 

কথা বর্তমানে তার পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত।কারণ সামনেই তার এসএসসি পরীক্ষা।তাকে পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। কথা খুব ভালো ছাত্রী হওয়ায় তাকে স্কুলের শিক্ষকরা খুব পছন্দ করেন। সে নিজের বৃত্তির আর টিউশনি করে যে টাকা পায় তা দিয়েই তার পড়াশোনা চালিয়ে নেয়।

কথার দাদি কথাকে মেয়ে তারউপর আবার পড়াশোনা করে বলে অপছন্দ করলেও কথার আব্বু আম্মু চায় কথা তার স্বপ্ন পূরণ করুক।কিন্তু তারা সুফিয়া বেগমের মুখের উপর কিছু বলতে পারেন না।কারণ কথার দাদা মারা যাবার পর কথার দাদি অনেক কষ্ট করে আফিফ আলমকে মানুষ করেন। আর সুফিয়া বেগম আগের দিনের মানুষ হওয়ায় তার চিন্তা ধারণাও সেরকম। তাকে পরিবারের সবাই খুব সম্মান করে। তাই তার কথা কেউ ফেলতে পারে না।

কিগো কথার আম্মু, মেয়েকে বিয়ে দিবা না?(মৌমিতা শেখ-কথাদের প্রতিবেশী)মেয়েতো ভালোই বড় হয়েছে, তার উপর আবার সুন্দরী। যত বসায় রাখবা ততই বিপদ। কখন কি করে বসে তার কোনো ঠিক আছে নাকি?তার থেকে ভালো মেয়ের বিয়ে দিয়ে দাও।আমার কাছে একটা ভালো পাত্র আছে। অনেক বড় ঘরের ছেলে। 

না আপা,,,আমি এখনই মেয়ের বিয়ে দিব না।মেয়ের আমার কতটুকুই বা বয়স? আর কথা পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে চায়,নিজের পায়ে দাঁড়াতে চায়। আমরা চাই মেয়ে তার স্বপ্ন পূরণ করুক। বিয়ের সময়তো আর চলে যাচ্ছে না।

কিয়ের এত পড়ালেহা হে?এত পড়ালেহা কইরা করবডা কি?হেইত পরের ঘরেই যাইব।এত পড়ালেহার দরকার নাই।পরে সংসার করত পারত না।মোমিতা তুমি কওতো হুনি সব,পোলায় কি করে, বাড়ি কই।আমি আজকাই আফিফ আইলে কতা কমু তার লগে। এইবার মাইয়া বিয়া দেওনই লাগব।দেহি আমারে কেডা আটকায়।

কিন্তু আম্মা মেয়েটা আমার পড়তে চায়।

কোনো কিন্তু না।মৌমিতা তুমি কও হুনি।

হ্যাঁ কাকি বলতেছি।ছেলে বড় ডাক্তার। ছোট একটা বোন আছে, আর মা বাবা। এটুকুই পরিবার। শোন আয়েশা এমন ছেলে তোমরা পাবা না আর।নেহাত আমি তোমাদের ভালো চাই, আর কথাও দেখতে শোনতে ভালোই তাই বললাম। এবার তোমরা ভেবে দেখ কি করবা।না কইর না।এমন ছেলে আর পাইবা না।আমি এখন যাই,কাকি আপনে বোঝান ওদের। 

রাতে খাবার সময়,,,,আহনাফ, আহিয়ান তাড়াতাড়ি খাওয়া শেষ করে গিয়ে পড়তে বস।সামনেই তোদের পরীক্ষা। 

আফিফ খাইয়া আমার ঘরে আয়।তর লগে আমার কতা আছে। আমি ঘরে যাই।বউ তুমিও আইয়ো।আমি গেলাম। 

শোনছেন?আপনি একটু আম্মাকে বোঝান।আম্মা কথার বিয়ে দিতে চায়।আপনিতো জানেন কথা পড়তে চায়। তার অনেক স্বপ্ন।

কেন? আম্মা আবার কথার বিয়ে নিয়ে পড়ল কেন? 

আসলে আজকে মৌমিতা কথার জন্য বিয়ের প্রস্তাব এনেছে। ছেলে নাকি বড় ডাক্তার। এক ভাই এক বোন। আর এসব শোনে আম্মা এখন জেদ ধরেছেন উনি যেকোনো মূল্যেই হোক কথার বিয়ে এখানে দিবেনই। আপনি একটু বোঝান আম্মা কে।

আচ্ছা তুমি চিন্তা কর না।আমি দেখতেছি। এখন আসো তাড়াতাড়ি আম্মার ঘরে যাই। আমি বোঝানোর চেষ্টা করব আম্মাকে। এখন আসো।

আম্মা আসব?

হ আয়।বউ নিশ্চয়ই এতক্ষণে সব কইছে তরে?হোন আমি এইবার কোনো কতা হুনমু না।এই বিয়া দেওনই লাগব।আর পোলাও ভালা।এমুন ভালা পোলা কি সবসোমে পাবি নাকি? আর কি আছেডা কি তর?তারা বেশি কিছু চায় না। খালি একটা ভালা সুন্দরী মাইয়া চায়।এত ভালা বিয়া তুই পরে দিতি পারবি?আর ঘরে বওয়ায় রাইখ্যা পড়ালেহার পিছে ট্যাহা ফালাইয়া লাভ কি? হুদাহুদি ট্যাহা নষ্ট। তার চেয়ে ভালা আমার কতা হুন।মাইয়ার বিয়া দিয়ালা।আমি তগোর ভালাই চাই।

কিন্তু আম্মা আপনিতো জানেন কথা পড়তে চায়। ওর অনেক স্বপ্ন। আমিও চাই কথা মা তার স্বপ্ন পূরণ করুক। আর তার পড়াশোনার জন্যও আমার টাকা দেয়া লাগে না। কথা তার বৃত্তি আর টিউশনির টাকায়ই পড়াশোনা করে। আম্মা আপনি একটু বোঝেন। 

আমি আর কোনো কতা হুনবার চাইনা।এই বিয়া হইব মানে হইব।তুই কতা ক।আর যদি তুই কতা না আগাস তাইলে আমিই কমু।বিয়া কিন্তু হইবই।আর যদি তুই আমার কতা না হুনস,এই বিয়া না দেস তাইলে কিন্তু আমি এই বাড়ি ছাইড়া যামুগা।মোনো রাহিস, আমি কিন্তু এক কতার মানু।অহন যা।আর ওগোর লগে যত তাড়াতাড়ি পারছ কতা কইয়া বিয়া ঠিক কর।ভালা কামে দেরি করন লাগে না। যা অহন।আর কোনো কতা কইবি না।আমি ঘুমামু।

আচ্ছা আম্মা আমি দেখতেছি। বিয়ে নিয়েতো আর এভাবে তাড়াহুড়ো করা যায় না। আগে সব জানি, খোঁজ খবর নিই।তারপরতো কথা আগাব।আমরা এখন যাই।তুমি ঘুমাও।আসো আয়েশা।

কি হবে কথার জীবনে? কি সিদ্ধান্ত নিবে কথার বাবা? জানতে হলে পড়তে থাকুন। 

বি.দ্র:আমাদের সমাজে এখনো এমন অনেক মানুষ আছে যারা মেয়েদের ছোট করে দেখে।তার উপর আবার পড়াশোনা করতে চাইলেতো কোনো কথাই নেই।কিন্তু অনেকেই এইসব প্রতিকূলতা পাড় করে সফল হয়।তেমনি একজন মেয়ে কথার এইসব প্রতিকূলতা পাড় করে অসহায় মেয়ে থেকে একজন সফল নারী হয়ে উঠার গল্প এটা। 

এই গল্পের লেখক আমি নিজেই।এবং এটা আমার নিজস্ব পেইজ।যেহেতু আমি নিজের নাম প্রাকাশে ইচ্ছুক নই,তাই ছদ্মনাম ব্যবহার করছি। আর আমি একদম নতুন লেখালেখির জগতে। আশা করছি আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 

অনুমতি ব্যতীত কপি করা নিষেধ।


Rate this content
Log in

More bengali story from সানজিদা আলম কথা

Similar bengali story from Tragedy