STORYMIRROR

Sheikanikazad

Tragedy

3  

Sheikanikazad

Tragedy

এক অসমাপ্ত ভালোবাসার গল্প

এক অসমাপ্ত ভালোবাসার গল্প

1 min
172

তখন থেকেই ভাবতে শুরু করলাম, আমি এমন মেয়ে বিয়ে করব যে কখনো কারও সাথে প্রেম করেনি। তখন মনে পড়ে গেল আমার মামাতো বোন শ্রেয়ার কথা। ছোটবেলায় আমি তাকে দেখেছি, সে কখনো প্রেম করেনি, আর সে তখন সিক্সে পড়ে।


তখন আমি পরিকল্পনা করলাম, তাকে ধীরে ধীরে ভালোবেসে নিজের করে তুলব। মামার বাড়িতে বারবার যাওয়া শুরু করলাম, শুধু তাকে কাছে পাওয়ার আশায়। একদিন সাহস করে প্রপোজ করলাম।


সে অবাক হয়ে বলল,


“অনিক ভাই, তোমার কি মাথায় সমস্যা? তুমি কি পাগল হয়ে গেছ?”


আমি জানতাম না, সে আমাকে কখনোই ভালোবাসবে না। কিন্তু আমি হাল ছাড়িনি। তার সঙ্গে সময় কাটানোর নানা অজুহাত খুঁজতাম। একসময় সে আমাকে এড়িয়ে চলতে শুরু করল, আর আমি আরও পাগল হয়ে গেলাম।


একদিন দেখলাম, সে অন্য এক ছেলের সঙ্গে বেশি কথা বলছে। আমার মনে হলো, যদি পারতাম, তাহলে সেই ছেলেটাকে পৃথিবী থেকে মুছে দিতাম! হতাশায় আমি সিগারেট ধরলাম, তারপর ধীরে ধীরে আরও গভীর অন্ধকারে ডুবে গেলাম।


Rate this content
Log in

Similar bengali story from Tragedy