দশ পয়সা
দশ পয়সা


সুজিতের দশ পয়সাটার উপর লোভ হলো খুব শ্যামের। -- দে দে হজমুলা টেবলেট কিনে আনি!
দশ পয়সায় একটাই মেলে কেবল। শ্যাম একাএকাই খেয়ে নিল। ফিরে বলল, রাস্তায় পড়ে পয়সাটা হারিয়ে গেছে।
সুজিত কিছু বলল না। সন্ধেবেলা ঠাকুরের কাছ থেকে বেগুণি চেয়ে খেল। শ্যামকেও দিল।
-- দ্যাখ, আমি তোকে খাওয়ালাম, আর তুই আমার দশ পয়সাটা হারিয়ে দিলি!