ধ্রুব
ধ্রুব


ধ্রুব
©সিলভিয়া ঘোষ
দক্ষিণের জানালা বেয়ে উঠেছে মাধবীলতাটা। ব্যালকনির বেলফুলের গাছটা বৃষ্টির জল পেয়ে দু -একটা কুঁড়ি ছেড়েছে । প্রতিদিন ভোরে ঘুম ভেঙে দক্ষিণের জানালায় দাঁড়িয়ে থাকে এণাক্ষী ! বুক ভরে নিঃশ্বাস নেয় বেল ফুল আর মাধবীলতার। যা মনে করায় ফেলে আসা অতীতের কিছু স্মৃতি আর ভুল কিছু সিদ্ধান্তের ! যা জীবনবোধকে অনেক অনেক পিছিয়ে নিয়ে যায়। মাধবীলতার সুবাস তাকে টেনে নিয়ে যায় নিত্য সত্যের দিকে। নিঃসঙ্গ, নিস্তরঙ্গ জীবনে এখন প্রতীক্ষা শুধু তার এক রজনীগন্ধা ভোরের...