চেনা অচেনার গল্প
চেনা অচেনার গল্প


ফরেস্ট রেঞ্জার গার্সিয়া আর ফিলিপসের ফুটফুটে মেয়ে লিজা যখন হয়েছিল সাউথ আফ্রিকার কঙ্গো উপত্যকার গুয়েনার বিগ ফরেস্টে তখনই লিম্বা শেষ সন্তানটা প্রসব করেই মৃত্যুর মুখে ঢোলে প্রায় ঢোলে পড়ে । কিন্তু গার্সিয়ার অদম্য চিকিৎসা ব্যবস্থা ও সেবা যত্নে লিম্বা ও তার সন্তান সারা বেঁচে যায়। সারা আর লিজা এক বোতলের দুধ খেতো এটা অানন্দ সহকারে দেখতো ফিলিপস। গার্সিয়া সারা কে লিজার থেকে দূরে রাখার জন্যে অনেক চেষ্টা করেও পারেনি। অথচ নিজে প্রচণ্ড সচেতন পশু
পক্ষী বিষয়ে। এই বিষয়টা লক্ষ্য করে ফিলিপস। ওদের দাম্পত্যে এই নিয়ে একটা মনোমালিন্য হওয়াতেই দুজনেই ঠিক করে ফিরে যাবে নিজের দেশে। ফলে তিন বছরের সারা ও লিজার বিচ্ছেদ ঘটে।
এরপর প্রায় কুড়ি বছর পর লিজা যখন রেঞ্জার অফিসার হয়ে কঙ্গোর গুয়েনার বিগ ফরেস্টে আসে ঠিক সে সময় তৃতীয় সন্তানের মা হতে চলে সারা। দু'জনের দেখা হয় সেই লেবার রুমে। গায়ের গন্ধে সারা চিনে নেয় লিজাকে। লিজাও হয়তো হারানো গুপ্তধন খুঁজে পেতেই এসেছিল এই কঙ্গোতে, যা মিলে গেলো একে অপরকে পেয়ে।