Subharaj Nandi

Inspirational

5.0  

Subharaj Nandi

Inspirational

বইপোকা

বইপোকা

1 min
862


অসীমবাবু কে বেশিরভাগ সময় বই নিয়েই কাটাতে দেখেছি।অনেক সাহিত্যের লোক দেখেছি কিন্তু এনার মত অগাধ পাণ্ডিত্য ও ছন্দের দক্ষতায় তিনি অদ্বিতীয়।সে রামায়ণ হোক বা কর্ণ কুন্তীর সংবাদ বা বিভীষণ এর প্রতি ইন্দ্রজিৎ,সর্ব ক্ষেত্রেই তার ছিল অভাবনীয় বিচরণ।তিনি যখন ছন্দ করে এগুলো বলতেন তখন যেনো মনে হতো অন্য কোনো জগতে চলে এসেছি।একপ্রকার তাকে দেখেই আমারও কিছু বই পড়ার আগ্রহ জন্মায় ।ছোটবেলার জগৎ ছিল টিনটিন,টেনিদা,ফেলুদাময়।পরবর্তীতে তার সাহচর্যে বিভিন্ন ধরনের লেখালেখি পড়ার অভ্যাস তৈরি হলো। আর এখন সুযোগ পেলেই যে কোনো বই নিয়ে বসে পড়াটা শুধু সময়ের অপেক্ষা।সে অর্থে শরৎচন্দ্র থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক লেখাই মস্তিকে চিরজীবনের মত গেঁথে গেছে।বিভিন্ন বই থেকে নানারকমের স্বাদ আস্বাদন করাটাই মূল উদ্দেশ্য । নির্দিষ্ট করে বিশেষ কোনো বইকে সেরা বলাটা খুব কষ্টকর।কিছু কিছু চরিত্র সে শ্রীকান্ত বা মহেশ যাই হোক না কেনো এমন ভাবে ব্যক্ত,তাকে ভোলা দুঃসাধ্য।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational