ভবিষ্যত
ভবিষ্যত
একদিন এই বর্তমান পরিস্থিতিতে দু'জন যুবক নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলাপ-আলোচনা করছিল। তাদের একজন ধনীর দুলাল এবং অন্যজন দারুণ ভাবে গরিব। ধনবান যুবকটি টেবিলের ওপর একটা হীরক খণ্ড রেখে বলল- 'এটা আমার ভবিষ্যৎ।' অন্যদিকে গরিব যুবকটি তখন আর কি করে, সে পকেট থেকে একমুঠো কয়লা বের করে টেবিলের ওপর রেখে বলল- 'এবং এটা আমার ভবিষ্যৎ।'
একসময় যুবকরা দুজনেই নিজেদের গন্তব্যে ফিরে যায়। যখন দু'জনই দৃষ্টির সীমানার বাইরে চলে যায়, তখন নিঃসঙ্গ হীরক খণ্ড তার আদিতে ফিরে যাওয়ার জন্য ব্যাকুলতা অনুভব করে। সুতরাং সে কয়লার কাছে যায় এবং কয়লাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে।
