STORYMIRROR

Zinnia Sultana

Crime Others

3  

Zinnia Sultana

Crime Others

বেশ্যা বা পতিতা - জিনিয়া সুলতানা

বেশ্যা বা পতিতা - জিনিয়া সুলতানা

1 min
200

বেশ্যা বা পতিতা এই শব্দটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। পতিতা বলতে আমরা শুধু একশ্রেণীর নারীদেরকেই বুঝি, কিন্তু পুরুষ পতিতার সংজ্ঞ্যা কি আপনারা জানেন,বুঝেন? অবৈধভাবে জ্ঞ্যত আয় বহির্ভূত অনৈতিকভাবে সম্পদ অর্জনকরে যারা আজ তথাকথিত সামাজিক ভাবে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠিত হওয়ার রেসে আছে এরাই সবচেয়ে নিকৃষ্ট ঘৃন্যতম বেশ্যা। বেশ্যা চরিত্র টা কি খুব খারাপ? অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বেশ্যা। অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সে টাকার বেশ্যা। টাকার বিনিময়ে যে ফাইল সাইন করে সেও বেশ্যা। টাকার বিনিময়ে যে দলের পদপদবী বিক্রি করে সেও বেশ্যা। টাকার বিনিময়ে যে মনোনয়ন বেচে সেও বেশ্যা। টাকার বিনিময়ে যে বেআইনি কাজ করে সেও বেশ্যা। তবে যার বেচার মত অবশিষ্ট আর কিছুই থাকেনা সেই নারী ই শুধু দেহ ব্যবসা করে তাহলে সমাজে এই অসহায় নারী দেরকে কেনো মানুষ এত ঘৃনা করে, আপনারা এর উত্তর বোধহয় ভালো জানেন। 


Rate this content
Log in

Similar bengali story from Crime