Orpita Oyshorjo

Romance Others

4.6  

Orpita Oyshorjo

Romance Others

বেনামি ডাকপিওনের চিঠি

বেনামি ডাকপিওনের চিঠি

3 mins
1.3K


প্রিয় নীলা  ,,


তুমি আমাকে বলেছিলে প্রতিটা চিঠিতে তোমাকে প্রিয়তমা বলে সম্বোধন করতে,

  কিন্তু অনেক চেষ্টা করেও তোমাকে প্রিয়তমা সমোন্ধন করতে পারলাম না। 

 তোমাকে আমি নতুন নাম দিয়েছি সেটা হলো 'অস্পর্শিনী'।


  তোমাকে এখন আমি যেমন হাত বাড়িয়ে ছুঁতে পারিনা,

  আবার তোমার হৃদয়ও স্পর্শ করতে পারিনা ,

নিজেকে খুজে ফিরছি একূল থেকে অকূল।


  আয়নায় কষ্ট পোড়া আস্তরণে নিজের মুখটা দেখে

নিজেই আৎকে উঠি। কি বিভৎস এই বেঁচে

থাকা!! আহা!! ঘেন্না ধরে গেছে। সময়টা একটু


তাড়াতাড়ি ই চলে যাচ্ছে মনে হয়।

আজ অনেক খুঁজেও তোমার জন্য নীল পদ্ম আনতে পারলাম না,  জানো নীলা অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাই নি ।

আমি জানি তুমি বিশ্বাস করবে না, তোমার মনে হবে আমি অকারণেই তোমার সাথে মিথ্যে কথা বলছি 

কিন্তু বিশ্বাস করো আমি একটুও মিথ্যে বলছি না ।

নীলা আমি জানি আজকে  তোমাকে অপরূপ সুন্দর লাগছে,  মনে হচ্ছে যেন এক পরিস্ফুট গোলাপ,  

টিপ টা বেঁকে গেছে ঠিক করে নাও , 


নীলা ব্যাগ থেকে একটা ছোট আয়না বের করে মুখের সামনে ধরতেই লক্ষ্য করলো সত্যিই তো 

টিপটা বেঁকে গেছে,  খুব আস্তে করে সে টিপ টা ঠিক করে নিলো তারপর আবার চিঠি পড়ায় মন  দিলো 


তোমার জন্য কাঠ গোলাপ পাঠালাম যত্ন করে রেখে দিও 

তোমার সামনে যাওয়ার সাহস অন্ততঃ আমার নেই,  


জানো নীলা,  



শূন্যে এই পৃথিবীর জীবন বড়ই বৈচিত্র্যময়।

কেউ হারানো অতীত বুকে আগলে রেখে বাঁচতে চায়,

 আবার কেউ আগামীর স্বপ্নের জাল বুনে সময় পার

করে দেয়। আজ নিজের কাছেই পরাজিত হয়ে যাচ্ছি।


বেঁচে আছো তুমিও, বেঁচে আছি আমিও।

পার্থক্য কোথায় জানো? তুমি বেঁচে আছে

চোখের কোণে জ্ল নিয়ে আর আমি বেঁচে আছি,

চোখের কোণে আগুন নিয়ে।


তুমি এই ক্ষুদ্র জীবনটার মানে খুজে দেখো শুধু 

একবার, অতীতের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে।

নিজেকে একবার নিজের মাঝে লুকিয়ে খুজে দেখো, নিজের প্রতিবিম্ব দেখতে পারবে যা দিয়ে অতীত,

বর্তমান সব দেখতে পারবে ,


তবে  জীবনটা যদি কাঠ পেনসিল দিয়ে লিখা কবিতা হত  তাহলে রাবার দিয়ে মুছে আবার নতুন করে লিখতাম,

তখন না থাকতো কোনো দুঃখ কিংবা কষ্ট এক নিমিশে সব উধাও হতো  ,


ভালোলাগা আর শুধু ভালোবাসা মিশে থাকতো  নীল খামে চিঠি লিখতাম তোমার কাছে 

সব টাই সত্যি ছিলো , ছিলো না কিছুই মিথ্যে  তখন না থাকতো কাজের ব্যাস্ততা,

না থাকতো কোনো পথের দূরত্ব, সময়ের নিস্প্রানতা থাকতো শুধু , 


অভিমানি সময় সব কিছু এলো মেলো করে দিতো   কাছের মানুষ ভুল বুঝে দূরে সরে যেতো 

এইভাবে হয়তো ধিরে ধিরে দূরে সরে যাওয়া

পেয়েও শেষমেষ কোন কিছু না পাওয়া ।


ভালো থেকো নীলা,  যদি কখনো তোমার নীল পদ্ম খুঁজে পাই সেদিন আসবো তোমার কাছে,  সেদিন তোমার সামনে হাঁটু গেড়ে বসে চিত্কার করে বলবো ভালোবাসি,  নীলা ভালোবাসি তোমাকে 

তুমি কি আমার দুঃখ কষ্টের সাথি হবে ?


আমি যানি না সেদিন তুমি কি বলবে আমাকে জড়িয়ে ধরবে নাকি অভিমান করে মুখ ঘুরিয়ে বসে থাকবে সত্যি জানি না আমি ।


তোমার 

রিক্ত শূন্যতা 






Rate this content
Log in

Similar bengali story from Romance