STORYMIRROR

SUMITA CHOUDHURY

Inspirational

4  

SUMITA CHOUDHURY

Inspirational

অণুগল্প- অবৈধ

অণুগল্প- অবৈধ

1 min
408

অণুগল্প- অবৈধ 

 সুমিতা চৌধুরী


দূর্বার, তার নাসিংহোমের কুমারী মেয়েটির ফেলে যাওয়া, অবৈধ সন্তানের তকমাধারী শিশুটির উপর ভীষণ মায়া পড়ে গিয়েছিল। হয়তো নার্স রূপে সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার সময় থেকেই নিজে জড়িয়ে আছে বলে। আবার, নিজের সন্তান না হওয়ার কারণেও অনেকটা। আবার এও সত্য, কুমারী মেয়েটির অসহায়তা, কান্না, সর্বোপরি করুণ আকুতি দূর্বার প্রতি, তার সন্তানকে নিজের স্নেহে- যত্নে নিজের সন্তান রূপে মানুষ করে তোলার সকরুণ আর্জি, এসবই দূর্বাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল।


 শেষমেশ নার্সিংহোমেরই এক সহৃদয় বড়ো ডাক্তারের বদান্যতায় খুব তাড়াতাড়ি সব কাগজপত্র সই সাবুদের পর্ব মিটিয়ে তার নিজের সন্তান রূপে বাড়ি আনতে সক্ষম হয় সে। দূর্বার কোলে যখন ঘর আলো করে শিশুটির হাসি ছড়িয়ে পড়ল, তখন দূর্বা ভাবল, অবৈধ সম্পর্ক হলেও, সন্তান কখনোই অবৈধ হতে পারে না। কারণ সন্তান তো ঈশ্বরের দান, তাঁর নব সৃষ্টি। আর সেই সন্তানকে দেওয়া অবৈধতার তকমা এ সমাজের প্রচলিত ধারায়, মানুষের সংকীর্ণ মানসিকতার নিকৃষ্টতম উদাহরণ ছাড়া আর কিছুই হতে পারে না। "সৃষ্টি" সে তো সর্বৈব সুন্দর এক প্রকাশ, এক আনন্দের উৎসব, যাকে উৎযাপন করতে হয় মনের ঘরে সাদর অভ্যর্থনায়। তবেই তা আলো ছড়ায় মনে, প্রাণে, জীবনে, যেমন ছড়াচ্ছে আজ তার ঘরে।  


#শব্দসংখ্যা_১৭১


Rate this content
Log in

Similar bengali story from Inspirational