Tina Guharoy

Classics Inspirational Others

3  

Tina Guharoy

Classics Inspirational Others

আশার আলো

আশার আলো

1 min
362


'অমন উদাস হয়ে তাকাস না।'মার কথায় চমকে উঠে একগাল হাসিমুখ নিয়ে মার দিকে তাকায় ছোটু।আজ দীপাবলি।সবার ঘরে ঘরে প্রদীপ জ্বলবে।আর ওদের বাড়িটাকে বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা নদীটা এক নিমেষে খেয়ে ফেলল।তারপর থেকে প্লাষ্টিকের তাঁবুর ঘরে মা আর ছেলে বাস করছে।তাই মন কী আর মানে?সেই কথাই ভাবছিল ছোট্ট ছেলেটা।


হয়তো চোখ দিয়ে একফোঁটা জলও গড়িয়ে পড়ছিল।বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যে।ঐ দূরে ঘরগুলো আলোর সাজে সজ্জিত হয়ে উঠছে।মা ছোটুর মনের অবস্থা বুঝতে পারে।মুখে কিছু বলে না।ঘর থেকে বেরিয়ে পড়ে।ছোটু উদাস হয়েই বসে থাকে।অনেকক্ষণ কেটে যায়।ছোটু এবার বিরক্ত হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে।-একী,মা কী করছে?ঘরের চারপাশে একটু দূরে দূরে শুকনো ঘাস,গোবর,কাঠি দিয়ে ছোট ছোট ঢিপির মত বানিয়েছে।


ছোটুকে দেখে মা হেসে ইশারা করে ডাকে।একটা দেশলাই বাক্স দিয়ে বলে-'নে,প্রতিটা ঢিপিতে আগুন দে,দেখ ছোট ছোট মোমবাতির মত জ্বলবে।'আমাদের খুশীর দেওয়ালি হবে।ছোটু দৌড়ে গিয়ে ছোট্ট ছোট্ট ঢিপিগুলোতে দেশলাই জ্বালাতে থাকে।মা দূর থেকে বলে-'ইংরাজিতে কী যেন বলে না---হ্যাপি দিওয়ালি-----।'



Rate this content
Log in

More bengali story from Tina Guharoy

Similar bengali story from Classics