STORYMIRROR

Souvik Mondal

Classics Others

4  

Souvik Mondal

Classics Others

A STUDENT LIFE.

A STUDENT LIFE.

1 min
311

আমাদের প্রথম জীবন সবাই একটা ছাত্র অথবা ছাত্রী হিসেবে অতিবাহিত হয়।। কেনো হয় সেটা তো জানি না, সত্যি বলতে সে বিষয়ে ভেবেও দেখি না।। জীবনে সাফল্যর পিছনে ছুটে যায়।। কেনো ছুটি ? 

নাকি সবাই ছুটছে তাই।। 

অবশেষে সাফল্য পেয়েও যায়,কিন্তু অনেক কষ্টের পর স্টুডেন্ট লাইফ অতিবাহিত করি।।

ছোট থেকে শুনতেই যায় সব কিছুর জন্য মূল্য দিতে হয় ।।

মনে কৌতূহল যাগে সত্যিই কি দিতে হয়? 

আর যদি মূল্য দিতেই হয় তাহলে আমার উপার্জন করে লাভ কি হয়।। 

তার মানে আমিও কিছু মূল্য দিয়েছি... কিন্তু কি দিয়েছি?



Rate this content
Log in

More bengali story from Souvik Mondal

Similar bengali story from Classics