যতটা ভাবছো একা
যতটা ভাবছো একা
যতটা ভাবছো একা, ততটাও একা আমি না;
ভাবতে ভাবতে পুরনো, তাই তোমাকে আর ভাবি না।
ভেবে নাও এতোকাল যে চমকে ছিলাম আমি,
অনায়াসে ভাঙ্গলে টুকরোয় টুকরোয় তুমি।
অতঃপর ঘনঘোর আকাশে আর থাকবে না,
আগুনেও একাকী পোকা আর ঝাঁপাবে না ।
যতটা ভাবছো একা, ততটাও একা আমি না;
ভাবতে ভাবতে পুরনো, তাই তোমাকে আর ভাবি না।
মুঠোতে জমানো স্মৃতির এই খুচরো সব,
ধুলো করে অতীতের পথে আজ মেশাব।
আদরের বাহুডোর এইবারে খুলে দিলাম,
হৃদয়েরই মলাটে মুছে যাক তোমারই নাম।
যতটা ভাবছো একা, ততটাও একা আমি না;
ভাবতে ভাবতে পুরনো, তাই তোমাকে আর ভাবি না।