::যদি আবার কথা হয়::
::যদি আবার কথা হয়::
যেদিন তুমি ছাড়লে আমার হাত
অন্ধকার ছাদে একা দাঁড়িয়ে থেকেছি সারা রাত গুনেছি কালো আকাশের বুকে সাদা তারা গুলো
মনে পড়ছিল তোমার দেওয়া কথা গুলো।
দু'চোখ বেয়ে ঝরেছে শুধু জল
তাতে ভিজেছে আমার কপোল।
সারা রাত শুধু ভেবেছি...
তোমাকে ছাড়া জীবন কাটবে কি?
নিয়ম মেনে সেদিনও সকাল হলো
রাতের তারা লুকালো দিনের আলো
সকাল থেকেই ডাক দিল যত পুরোনো অভ্যাস ছিল
জানি, তোমার কাছে এখন অর্থহীন সেগুলো
আমাকে তাই নতুন অভ্যাস খুঁজতে হলো।
এখন নতুন অভ্যাসে অভ্যস্থ হয়ে গেছে
তোমার সাথে কাটানো সময় গুলো।
আর পিছু ডাকে না পুরোনো অভ্যাস গুলো।
আবার যদি দেখা হয় তোমার আমার মুখোমুখি
এই ধরো, বছর চারেক বা বছর দশেক পর...
জানি, তখন তুমি অন্য কারো ঘর
অতি পরিচিত আমি তখন অনেক বেশি পর
তবুও যদি শুধাও আমায়, কেমন আছি তোমায় ছাড়া?
বলব,'ভালোই আছি আমি।'
শুধাও যদি ''মনে পরে আমার সাথে কাটানো সময় গুলো?, নাকি যা গেছে তার পুরোটাই গেছে?''
বলব হেসে আমি "রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে ।"
