উৎস টানে শারদ সংখ্যা
উৎস টানে শারদ সংখ্যা


অস্তাচলে প্রায় যুগ,
ব্যাকুলতা ঘনায় যোগ।
রাগ, ক্ষোভ সব ঝরে,
বোধ উদয় হলে পরে।
অলীক চোখ স্বপ্ন গড়ে,
পুরোনো নব কলেবরে।
ক্রমশ রিক্ত হত হৃদয় ঘড়া,
নাড়ির টানে শিকড়ে ফেরা।
ক্ষণিক যোগে মন উজানে,
ছলাৎ ছলাৎ মিলন বাণে।
আগে বা এখন কিঞ্চিৎ অস্বস্তি,
অভূত সঙ্গমে আমিত্তি ।
অনিচ্ছা প্রবাস প্রক্রিয়াজাত!
মূল ধারায় আদি পারিজাত।
সখা স্বজন আসি বিয়োজন,
সঙ্গম অধীর বহে দু-নয়ন।
বারিধারা যেমনি চলে মোহনায়,
নিয়তির ফেরে শৈল চূড়ায়।
বহুজন ঘেরা নির্জন মন,
পাথেয় রয় মধুর যাপন।