STORYMIRROR

Sourav Singha

Abstract Inspirational Others

3  

Sourav Singha

Abstract Inspirational Others

কোভিড পাঠ

কোভিড পাঠ

1 min
207


সবুজ শ্যামলিমাময় ক্যাম্পাস,

শহুরে ঝঞ্ঝাট ছেড়ে সস্তির নিশ্বাস।

মনে আনন্দ, শান্তি ও প্রাণের উচ্ছাস,

 প্রিয় মাতৃসম কল্যাণী' র ক্যাম্পাস।


শঙ্কিত আশায় চেয়ে দুনয়ন,

উত্তীর্ণতাই কি মিছে উন্নয়ন?

কোভিডে বোধ করি সুখ ও শোক!

গৃহে নাকি আছি ক্লাসে বোধ নাই হোক!


দূরে আছি ,আছি পাশে, মোরা একসাথে,

গুরুগণ তুষ্ট সদা সহপাঠীর সাথে।

নেই তবুও , যেন আছি ভার্চুয়াল ক্লাসে!

বিনা দেখে ,ছুয়ে বিনা শিখি অনুভবে।


সশরীরে বাধা, দূরাভাষ কাছে,

মিত্রতা বুঝি ছিন্ন? বাড়ন্ত ক্রমহ্রাসে!

সযুক্ত অজুহাতে করে প্রস্থান,

ক্রমশঃ যেনো ভেসে ভবিষ্য নিধান।


নেই ভয়, হবে জয়, বাড়ন্ত প্রত্যয়,

মারণ শেষে দেখো, আমরাই দূর্জয়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract