আমোদে শরৎ শরৎকাল
আমোদে শরৎ শরৎকাল


বছর ঘুরে মিলন তরে,
দূর হতে সব আপন নীড়ে,
আট- আশি আনন্দে অধীর,
রোজনামচা ভাঙতে বধির।
নীলাভ গগনে শুভ্র ভেলা,
ছন্দে দোলে কাশের খেলা।
প্রাক ভোরের হিমেল হাওয়া,
শিশির ভেজা তরু ছাওয়া।
সহসা বৃষ্টি , সহনীয় রোদে,
দিন যাপন হয় আমোদে।
বেলী-শিউলির উন্মুখ সন্ধ্যা,
সুরভিত রজনী অন্তে বন্ধ্যা।
সোনালী আমন দুচোখ জুড়ে,
ধান্য সুবাস হৃদয় ভরে।
দুকূল উচু বর্ষা শেষে,
কাশের নড়ন ঢেউয়ে ভাসে ।
শারদ জাতো জলজ পদ্ম,
পুজো আচারে মন্তেও শুদ্ধ।
আগাম জানে মন ইশারায়,
গুনতি শুরু মহালয়ায়।
আশায় আঁখি দোলাগমনে,
ব্যাধি বধে মা সুখ প্রদানে।
মন সাগ্রহে পুজোর মেলায়,
পঠন-পাঠন অবহেলায়।
ঢাকার তলে মুক্তি মেলে!
মন আনন্দে ডানা মেলে।