করোনা নাশিনীশারদ সংখ্যা
করোনা নাশিনীশারদ সংখ্যা


বিশ্ব আজ আতঙ্কিত অতিমারীর শঙ্কায়,
এসো মা মোদের ঘরে জন-প্রাণ রক্ষায়।
রসাতলে ধরাতল, মৃত্যুশোক কান্নায়,
আম্ফান,মহামারী ও প্রবলতর বন্যায়।
কর্মহীন, ফসলহীন, সুখহীন নিদ্রায়,
ব্রতী যেনো রই মা তব পুজো-আর্চায়।
অর্থাভাবে অদ্যপি হইনি কভু পিছপা,
সাড়ম্বর উদযাপনে রইবে আজো রণপা।
অবিকশিত শিশুমন থমকে কোভিড বিধিতে,
প্রাণবন্ত হতে ভয় সংক্রমণ ব্যাধিতে।
সংক্রমনে টেনো রাশ, হরণ করো দুখরে,
যেনো ভাসে ভক্তপ্রাণ ভব সুখ সাগরে!
নাচবো ধুনুচি নাচ, খুলে মুখের খোসারে-
গাইব আগমনী, নাচিয়ে সব হুল্লোড়ে।