STORYMIRROR

Bidyut chakraborty

Romance Others

3  

Bidyut chakraborty

Romance Others

::তুমি ও আমি::

::তুমি ও আমি::

1 min
911

মনে পড়ে বৃষ্টি ভেজা সেই দিনের কথা?

যেদিন তুমি ভয় পেয়ে

আমার বুকে লুকিয়ে ছিলে মুখ

সেদিন সার্থক হয়েছিল আমার বুক।

ক্লান্ত তুমি যেদিন ঘুমিয়ে ছিলে

আমার কাঁধে রেখে তোমার মাথা

সেদিন চওড়া হয়েছিল আমার কাঁধটা

বিশ্বাস করে যেদিন প্রথম ধরলে আমার হাত

সেদিন শক্ত হয়েছিল আমার হাত।

আমার অধরে রাখলে যেদিন বৃষ্টি ভেজা

তোমার অধরখানি

সেদিন প্রথম মিটল আমার তৃষ্ণাখানি

জড়িয়ে যখন ধরলে আমায়

বাঁধলে তোমার বাহু ডোরে

জীবন আমার সার্থক হল তোমায় কাছে পেয়ে।



Rate this content
Log in

Similar bengali poem from Romance