তুমি কি জানো
তুমি কি জানো


তুমি কি জানো?
তুমিও একদিন আমাকে মিস করবে!
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমার টেক্সটগুলোকে তুমি মিস করবে!
তুমি আমার হাতটা শেষ বারের মতো না ধরতে পারার অপূর্ণ ইচ্ছায় একদিন পুড়বে!
যতবার আমি তোমাকে বলেছি " আমাকে একটু ভালোবাসো" এই একটু চাওয়া কেন তুমি পূরণ করোনি সে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তুমি অনুতপ্ত হবে!
তুমি আমার হাসি, আমার পাগলামি, আমার বোকামি, আমার ঝগড়া,আমার রাগ, আমার মন,এক কথায় এই আমিটাকেই প্রচন্ড মিস করবে!আর তুমি এটা ভেবেই বেশি অনুতপ্ত হবে যে সম্পুর্ণ ভুলটাই তোমার!