আমার সবটুকু প্রিয় তোমাকে দেব
আমার সবটুকু প্রিয় তোমাকে দেব


আমার সবটুকু প্রিয় তোমাকে দেব,
তোমার অপ্রিয়গুলো আমাকে দিও।
তোমাকে দেব খড়ের আগুন পোহানো পৌষ সকাল,
সঙ্গে এককাপ খেজুরগুড়ের লাল-চা,
বেতের পাত্রে মায়ের হাতের গরম মুড়িও দেব;
বিনিময়ে দিও শিশির খাওয়া একমাঠ দূর্বাঘাস।
আমার সবটুকু উষ্ণতা তোমাকে দেব,
তোমার কনকনে অনুভূতিগুলো আমাকে দিও।
আমাকে একটি ছেঁড়া কাঁথা দিও,
তোমাকে দেব নতুন নকশী কাঁথার বিস্তীর্ণ মাঠ।