STORYMIRROR

Ajay Shaw

Abstract Romance

4  

Ajay Shaw

Abstract Romance

আমার সবটুকু প্রিয় তোমাকে দেব

আমার সবটুকু প্রিয় তোমাকে দেব

1 min
596


আমার সবটুকু প্রিয় তোমাকে দেব,

তোমার অপ্রিয়গুলো আমাকে দিও।

তোমাকে দেব খড়ের আগুন পোহানো পৌষ সকাল,

সঙ্গে এককাপ খেজুরগুড়ের লাল-চা,

বেতের পাত্রে মায়ের হাতের গরম মুড়িও দেব;

বিনিময়ে দিও শিশির খাওয়া একমাঠ দূর্বাঘাস।

আমার সবটুকু উষ্ণতা তোমাকে দেব,

তোমার কনকনে অনুভূতিগুলো আমাকে দিও।

আমাকে একটি ছেঁড়া কাঁথা দিও, 

তোমাকে দেব নতুন নকশী কাঁথার বিস্তীর্ণ মাঠ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract