STORYMIRROR

Sukanta Das

Romance

2  

Sukanta Das

Romance

তুমি আমার রাস্তার ওপারে

তুমি আমার রাস্তার ওপারে

1 min
433

অফিসের পথে, Exide এর মোড়ে.

দেখলাম তোমায় আজ দু-বছর পরে.

অন্যকারোর হাতে, হাত ছিল তোমার

ভাবতে অদ্ভুত লাগে

আজ তুমি আমার রাস্তার ওপারে.


মুহূর্তের মধ্যে আমার মধ্যেকার আমি চুপ.

মনে হলো দেখলাম অতীতের কোনো ভূত.

রাস্তা পার হয়ে তুমি ঢুকলে হালদিরামে.

আমার অদৃশ্য আমি

ভাবেনি কখনও দেখবে তোমার এই রূপ.


চলে গেলাম আমি, আমার অফিসের বাস ধরে

মনে পড়ছিল সমস্ত স্মৃতি অবসরে.

জানি আজ সে সব স্মৃতির কোনো মানে নেই.

কিন্তু তবুও, ভাবতে অদ্ভুত লাগে

আজ তুমি আমার রাস্তার ওপারে.


Rate this content
Log in

Similar bengali poem from Romance