তোমার জন্য
তোমার জন্য
তোমার জন্য ভাঙতে পারি
হাজার হাজার পাহাড়।
তোমার জন্য আনতে পারি
গ্রীষ্মেও বসন্তের বাহার।
তোমার জন্য লিখতে পারি
শত-সহস্র কাব্য।
তোমার জন্য পড়তে পারি
গ্রন্থ যত দুষ্পাঠ্য।
তোমার জন্য বকতে পারি
ঘন্টার পর ঘন্টা।
তোমার জন্য দেখাতে পারি
সমাজ কে লবডঙ্কা
তোমার জন্য করতে পারি
অপেক্ষা অনন্তকাল।
তোমার জন্য হতে পারি
দস্যু রত্নাকর
কিংবা বাল্মীকি বা ব্যাস।

