তোমার আমার হৃদয়
তোমার আমার হৃদয়
কেন পিছন থেকে ডাকো আমায় এরকম ?
কেনই বা আঁচল ধরে টানো?
পেছন থেকে এসে আমায় জরিয়ে ধরবে
এ একদমি ঠিক না
আমার কি লজ্জা আসেনা??
ভালোবাসা দিয়ে মুখে এতোই হাশি ফুটিয়ে তোলা
যে আমি তোমায় ছাড়া থাকতেই পারিনা এক মুহূর্তও
তুমি না থাকলেও মনে হয়
তুমি আমার কাছে আছ
তোমায় না দেখতে পেলেও
আমি শুনতে পাই তোমার বাণী
মনে হয় তোমার সাথে আমি দোলনায় দুলছি
মনে হয় তোমার সাথে আমি ঝর্ণার জলে ভিজছি
হৃদয় টাকে সত্যি তুমি কেরে নিয়েছ
চুপিচুপি চুরি করে নিয়ে পালিয়ে গেছ
এবার আমি তোমার হব আর তুমি আমার
আমি তোমার জীবন,,, আর তুমি আমার ।।

