তিতিক্ষা...
তিতিক্ষা...


আজ জীবন সায়াহ্নে এসে,
বড় ক্লান্ত সত্ত্বাখানি -
অবসন্ন দুটি পাতা যেন ভারী হ'তে চায় কেবলই।
তবু, নিষেধ তাদের বিশ্রামে।
কিজানি, হঠাৎ যদি সেই "প্রথম-পুরুষ" -
ধরাতলে নামেন আসি,
দার্শনিক-পাপস্খলনের সে অলীক সুযোগের অপচয় দোষের বোঝা আরোও কঠিনতর