তিরংগার আর্তি
তিরংগার আর্তি


বরফ ঢাকা কাশ্মীর
বা মরু জয়সলমীর
আমায় জীবন দিয়ে আগলে
রাখে ভারত সেনার বীর ৷
আমার জন্য বাঁচে ওরা,
পাতে গুলির মুখে বুক,
ওদের শেষ নিশাসে উড়ি আমি;
আমার ওড়ায় ওদের সুখ ৷
আমায় নিয়ে লড়ে ওরা
নিডর নির্ভয়,
আমার সামনে গরবে গায়
ভারত মাতার জয় ৷
একটা কথা তোদের কাছে
জানতে আমি চাই—
দেশ বাঁচাবে সৈন কেবল,
তোদের করার কিছুই নাই??
ঘরের কোনে থাকবি সুখে,
বাঁচবি সবাই মিলে?
কি দিবি জবাব, তাদের—
যাদের মরল ঘরের ছেলে ৷
সুখে থাক্ তোরা ভাল থাক্
ভ্যালেন্টাইন দিন,
তোদের হয়ে চুকিয়েছে ওরা
ভারত মাতার রিণ ৷
কফিন ভরে যাচ্ছে ওরা ফিরছে নিজের ঘরে,
তোরা না থাক, থাকবো আমি জড়িয়ে ওদের ধরে ৷
আর দেরী নয় ঘরের থেকে বেরিয়ে এবার আয়,
তিরংগার এই আর্তি টুকু তোদের কাছে রয়—
উড়ছি আমি উড়ব আমি ছাইবো জগৎময়
যখন সবাই মিলে গাইবি তোরা —
ভারত মাতার জয় !!!