তিনকন্যা
তিনকন্যা


নতুন জগৎ সদ্যোজাত আমি,
সুরক্ষিত তখন মাতৃস্তনে,
সে যে আমার নাড়ির টান,
আর একজন নারীর সনে।।
পর্ণমোচী এই মানবজনমে,
সময়ে সময়ে পাতা ঝরে,
সহধর্মিণী তখন আঁকড়ে ধরে,
নিজ ধর্ম পালন করে।।
হৃদয় জুড়ে অজস্র স্বপ্ন,
কিছু তাদের, কিছু বা নিজের,
ছোট্ট মেয়েটা হেসে বলে,
"আমি তো আছি, চিন্তা কীসের!"