কেন?
কেন?


আচ্ছা,বলতে পারো,ভালবাসা কি অপরাধ?
যদি হয়,তবে হ্যাঁ আমি অপরাধী,
হ্যাঁ, তার শাস্তিও পেয়েছি বইকি!
আমি দুঃখের শ্রীঘরে বন্দি আসামী ।
কিন্তু কেন ?
আমি তো কিছুই চাইনি তার কাছে,
বরং উপহার দিতে গিয়েছিলাম
প্রেমরসে সিক্ত রক্তিম পুষ্পশোভিত সাজি
কিন্তু, সে ? চরম ক্রোধে তা ফিরিয়ে দিল,
প্রতিদানে উপহারও দিল আমায়
কী জানো?
একটি যন্ত্রণার কণ্টকাবৃত ক্যাকটাস।
আমি তাই বুকে করে নিয়ে ফিরলাম !
কিন্তু, বন্ধুত্ব ? নিঃশর্ত নাকি শর্তসাপেক্ষ?
তুমি সত্যই বড় নিষ্ঠুর, দুর্বোধ্য নির্মম,
কী অনায়াসে অম্লানচিত্তে অক্লেশে
তুমি বন্ধুত্বের সম্পর্কও ছিন্ন করলে !
একদিন এই সরল মনের গিটারের তার
বেঁধেছিলাম কত আশা নিয়ে,
কিন্তু , হায় , এ কী !
আজ জীবন বীণার সব তারই যে ছেঁড়া !
না, না, আমি ভুল ছিলাম
তুমি দুর্গম মরুপ্রান্তের ওয়েসিস নও,
তুমি শুধুই মায়াবিনী মরীচিকা।
তোমার কথা, ঠোঁটের বাঁধভাঙা হাসি
সবকিছুই মিথ্যার ডুমুরফুল ।
কল্পনার তুলিতে মনের ক্যানভাসে আঁকা
তোমার ছবি শুধুই এক প্রাণহীন ছবি
তাই,আজ সর্বহারা আমি অপেক্ষায়,
মৃত্যুর শীতল প্রশান্ত আলিঙ্গনের ।
সম্বল শুধু একটাই -
স্মৃতির অ্যালবামে তোমার উজ্জ্বল উপস্থিতি ।