তাসের ঘর
তাসের ঘর


পোড়া গ্রীষ্মের শেষে ঝোড়ো কালবৈশাখী ছুঁয়েছিল দগ্ধ অন্তর,
অবিরাম শ্রাবণের ধারায় মিশে গিয়েছিল বৃষ্টির অনুঘটক রূপে,
একমুঠো খুশির রোদ্দুর মাখতো স্বপ্নময় সকালের শিশিরবিন্দু,
শরতের শেষবেলায় হৈমন্তীর দোলাচলে হারালো সেই কাহিনী;
অমর্ত্য স্মৃতির বিস্মৃত উপাখ্যান শেষেও থাকে শীতের মাধুর্য,
সহসা হারায় নিরুদ্দেশের পথে, ঠিক যেভাবে হঠাৎ এসেছিল,
চিত্রগুপ্তের হিসেবের খাতার গড়মিলে ছন্নছাড়া হয় কত হৃদয়!
অতি সংগোপনে ভেঙে পড়া তাসের ঘরের টুকরো কুড়োয় মন,
গলে পড়া মোমবাতির নীরব আর্তনাদ শোনার কেউ থাকে না,
আলেয়া ভুলে এক মুহূর্তের জন্যেও যদি আলোয় ফেরা যেত!