সত্যি কথা
সত্যি কথা


ব্যাস্ত মনে আঁধার কালো
ধূর্ত মেঘের রং ফোটানো,
স্বপ্নে মোরা নীল আবেগে
রামধনুটাও পর হয়েছে ,
সাজবেলাতে সময় চেয়ে
আলতা রবির নিত্য উধাও,
চেষ্টা গুলোর ক্লান্ত ধ্বনি
অঙ্ক কোষেও ঠিক করেনি,
ব্যাক্ত হওয়া দুচার কথায়
বুঝতে পারা কঠিন বেজায়,
শত বাঁধার সঙ্গে তবু
যদি সত্যি বলতে চাই
তোমাকে চাই...